
সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দেবীদ্বারে জোরপূর্বক ধর্ষণের পর ৭ মাসের অন্তঃসত্ত¡া কিশোরীর পরিবার ওই ধর্ষকের বিচার চেয়ে থানায় মামলা দায়ের করায় পরিবারটি এখন হুমকীর মুখে মানবেতর জীবন যাপন করছে।
ধর্ষিতা ওই কিশোরী (১৬) উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুড়া গ্রামের হতদরিদ্র এক চা’দোকানীর মেয়ে। সে স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সরেজমিনে গিয়ে জানা যায়, ছগুড়া গ্রামের নুরুল ইসলাম এর মেয়ের জামাতা (ঘরজামাই) আবু কাউছার (৪৫), সে ২ পুত্র ও ১ কণ্যা সন্তানের জনক। কাউছার প্রায় ৮ মাস পূর্বে রাতে দরিদ্র পরিবারের ওই মেয়েটিকে তার ঘরে এসে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গ্রামবাসীদের কাছে ভ‚ক্তভোগী পরিবার বিচার দাবী করেন। গ্রামবাসী মেয়েটির ভবিষ্যৎ চিন্তা করে বিষয়টি গোপন রাখেন।
ভিক্টিম কিশোরী জানান, একাধিকবার তাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে এবং চেতনা নাশক ঔষধ খাইয়ে ৫/৬দিন ধর্ষণ করে। সে আরো জানায়, তার অসুস্থ্য বাবা গোমতী নদীর ভেরিবাঁধের উপর একটি চা দোকানের ব্যবসা করেন। রাতে তার মা তার বাবাকে সহযোগীতা করতে যান। প্রায়ই ওরা দোকান বন্ধ করে বাড়ি ফিরতে রাত ১১টা ১২টা বেজে যায়। বাবা-মা’ বাড়ির বাহিরে থাকাকালীন সময়ে ধর্ষক আবু কাউছার রাতে তার শোবার ঘরে এসে, কৌশলে তাকে চেতনা নাশক ঔষধ খাইয়ে তাকে হাত মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা কাউকে বললে তাকেসহ তার বাবা-মাকে মেরে ফেলার হুমকি দেয়।
এ বিষয়ে কিশোরীর মা জানান, রমজান মাসের ১৬ তারিখ সে তার মেয়ের পেট দেখে সন্দেহ জাগে। বিষয়টি নিশ্চিত হতে তাকে স্থানীয় একটি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে সে ৭ মাসের অন্তঃসত্তা। পরবর্তীতে গত ২২ মার্চ রাতে তাকে কংশনগর মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর জানতেপারে তার গর্ভের বাচ্চাটি পেটেই মারা যায় এবং ওইদিনই সাত মাসেই মৃত: বাচ্চা প্রশব করে। পরের দিন সকালে মৃত: বাচ্চাসহ দেবীদ্বার থানায় নিয়ে আসে এবং ভিক্টিম কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পুলিশ মৃত: বাচ্চাটির ছোরতহাল তৈরী ও ময়নাতদন্ত করিয়ে ডিএনএ পরীক্ষার জন্য পাঠান।
কিশোরীর বাবা জানান, তিনি অসুস্থ্য, একটি পা প্যারালাইজডে আক্রান্ত। একটি চা দোকানের উপর স্ত্রী, ১ পুত্র ও ১ কণ্যা সন্তান নিয়ে জীবীকা নির্বাহ করে আসছেন। স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়েরের ঘটনা জানাজানির পর ধর্ষক আবু কাউছার বিয়ে করার প্রতিশ্রæতি দিয়ে পালিয়ে যায়। ধর্ষক কাউছার পালিয়ে থেকে তার শ^শুর বাড়ির লোকদের দিয়ে গ্রাম ছাড়ার হুমকী দেয়, হুমকীর মুখে কিছুদিন পালিয়ে থাকার পর থানা পুলিশ ও স্থানীয় মেম্বারের সহযোগীতায় বাড়ি আসি। কিশোরীর বাবা আরো জানান, আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করার পরেও ধর্ষকের পরিবার আমাদের হুমকি ধমকি দিচ্ছে। ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাহিরে ধর্ষক কাউছার।
এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোঃ ইলিয়াছ বলেন, ঘটনায় মামলা হয়েছে। মৃত নবজাতকের মরদেহ ডিএনএ সম্পন্ন করা হয়েছে। আসামী পলাতক রয়েছে, গ্রেপ্তার প্রক্রিয়া চলমান রয়েছে।
ক্যাপশন ঃ পলাতক ধর্ষক আবু কাউছার(৪৫)’র ফাইল ফটো। সংবাদ প্রকাশঃ ১৬-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=