
সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি:================
ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদী দোকানীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে সাগান্না ইউনিয়নের বাদপুকুর আব্দুর রবের চাতালে এই ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ বাদপুকুর গ্রামের কেনু মিয়ার ছেলে । তিনি গ্রামে মুদি ব্যবসা করেন।
স্থানীয়রা জানান, মোহাম্মদের মুদি দোকানে আশকর আলীর ছেলে আসাদুল বাকিতে মুদি মালামাল ক্রয় করে। দীর্ঘদিন পাওনা টাকা না দিয়ে ঘোরাতে থাকে। টাকা চাইলে আজকাল করে ঘোরাতে থাকে। সকালে মোহাম্মদ ত্রিমোহনী বাজারে যাবার সময় আশাদুলের কাছে পাওনা টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদের উপর চড়াও হয়। একপর্যায়ে উভয় পক্ষের মাঝে হাতাহাতি শুরু হলে আসাদুল পাট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে অসুস্থ হয়ে পড়ে। পরে সেখান থেকে মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এই ঘটনা পরপর ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর আশকর আলী, ছেলে আসাদুল ও মার মাকে পুলিশ আটক করেছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আসাদুল, আশকর ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। সংবাদ প্রকাশঃ ১৫-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=