
সিটিভি নিউজ।। মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশি এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়ন এর গান্দ্রা গ্রাম, পাহাড়পুর গ্রাম, ছালিয়াকান্দি ও জাহাপুর ইউনিয়ন এ ব্রি ধান ১০১, ব্রি ধান ১০২, ব্রি ধান ১০৪ জাতের মাঠে এই ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। কৃষক পর্যায়ে নতুন প্রযুক্তির মাঠ যাচাইয়ের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা জেলা অতিরিক্ত উপপরিচালক আল মামুন রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার নুর আলম। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পু।
কুমিল্লা জেলা অতিরিক্ত উপপরিচালক আল মামুন রাসেল বলেন, এখন আমরা ২০৫০ সাল পর্যন্ত একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছি। যাতে দেশে আর কখনোই খাদ্য ঘাটতি না হয়। সংবাদ প্রকাশঃ ১৩-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন