
সিটিভি নিউজ।। ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ কুমিল্লা জেলা শাখার আহবায়ক এডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা বলেছেন, আমাদের সমাজে নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটলেও অনেক ঘটনা প্রভাবশালীদের ইশারায় আড়ালে চলে যায়। এখন থেকে যাতে এসব ঘটনা আড়াল হতে না পারে, সেই কাজ করবে নারী ও শিশু অধিকার ফোরাম। তাৎক্ষণিকভাবে নির্যাতনের শিকার পরিবারের পাশে দাঁড়ানো, তাদের চিকিৎসা ও আইনী সহায়তাও দেবে এই ফোরাম। ধর্ষকের লোলুপ দৃষ্টি থেকে কেউ বাদ যাচ্ছে না। রাস্তাঘাট, বাস বা ট্রেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, এমনকি পুলিশ স্টেশন—কোথাও নারীরা নিরাপদ নয়। এই লক্ষকে সামনে রেখে কুমিল্লায় নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজ করার শপথে গঠিত হয়েছে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ কুমিল্লা জেলা শাখা। আজ ১২ এপ্রিল বিকেলে কুমিল্লা ক্যাপসিকাম পার্টি সেন্টারে পরিচিতি সভায় বক্তব্য রাখছিলেন তিনি। ৩১ সদস্য র পরিচিতি সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব অধ্যাপিকা নাজমা আক্তার চৌধুরী,সহকারী অধ্যাপিকা নাজমা মান্নান,এডভোকেট দেওয়ান শামসুল হক,ডাঃ নজরুল ইসলাম শাহিন,ভিপি মনিরুল ইসলাম বাচ্চু, সরওয়ার জাহান দোলন, খলিলুর রহমান বিপ্লব,ইকরাম হোসেন তাজ,এডভোকেট মাসুদ হাসান টিপু,মোঃ ফরিদ আলী,এডভোকেট আরিফুর রহমান শাহিন সহ আরো অনেকে।অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ কুমিল্লা জেলা শাখার আহবায়ক এডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা। সংবাদ প্রকাশঃ ১২-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=