
সিটিভি নিউজ।।মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি === ঝিনাইদহের কালীগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী গিফারীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম এর প্রতিবাদে ও এর সাথে জড়িত অপরাধীকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১১ নং রাখালগাছি ইউনিয়নের কুল্ল্যাপাড়া গ্রামবাসীর আয়োজনে শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪ টায় থানা রোড়ে এ মানববন্ধন হয়। উক্ত মানববন্ধনে গিফারীর পরিবার ও শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে বিলে মাছ ধরতে যাওয়ায় মনোহরপুর গ্রামের জৈনক ব্যক্তি কর্তৃক পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশু গিফারীকে হত্যার উদ্দেশ্যে নিশংসভাবে যে বা যারা কুপিয়ে জখম করেছে তাদেরকে শনাক্ত করে দ্রুত আইনে আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনার পরপর ভুক্তভোগী গিফারীর পরিবার লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেন।আমরা মামলা হিসেবে সেটি সাথে সাথে গ্রহণ করে তদন্ত শুরু করি। প্রাথমিকভাবে বাদী আসামিদের সনাক্ত করতে পারেননি।এ মামলায় এজারভুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে । আশা করছি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হব। সংবাদ প্রকাশঃ ১২-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=