
সিটিভি নিউজ।। মোহাম্মদ মোশাররফ হোসেন, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এতে উপজেলার ১৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় ৭ হাজার ৩৭১ জন অংশগ্রহণ করেন। এবার অনুপস্থিত ১৫৩ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ৫ হাজার ৮১৪ জনের মধ্যে ৮৫ জন, দাখিল পরীক্ষার ১ হাজার ৩৬৮ জনের মধ্যে ৬৩ জন ও ভোকেশনাল পরীক্ষার ৩২৪ জনের মধ্যে ৫ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষা চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তাছাড়া উপজেলা প্রশাসনের কর্তৃক পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে ১৪৪ ধারা জারি ছিল।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার বলেন, শিক্ষার্থীরা নির্বিঘ্নে ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে। নানা কারণে প্রথম দিনের পরীক্ষায় মোট ১৫৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সংবাদ প্রকাশঃ ১১-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=