Saturday, April 19, 2025
spot_img
More

    কুমিল্লায় পুলিশ কনস্টেবল হত্যার চেষ্টা মামলার আসামি ইকবাল হোসেন উজ্জ্বলকে গ্রেফতার করেছে র‌্যাব

    সিটিভি নিউজ।। “প্রেস রিলিজ”============
    কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামে পুলিশ কনস্টেবল কে হত্যার চেষ্টার আলোচিত মামলার অন্যতম আসামি মোঃ ইকবাল হোসেন উজ্জ্বল (৩৩) কে গ্রেফতার করেছে র্যা ব-১১, সিপিসি-২, কুমিল্লা।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৫৭ জন গ্রেফতার, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, হত্যা মামলায় ৭৯ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৪১ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ০৮ জন গ্রেফতারসহ ৮০ টি অস্ত্র, ১২৭৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২৩৩ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যা ব-১১। পাশাপাশি ৩৯ জন অপহরণকারী গ্রেফতারসহ ২৮ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৫০ জন, জেল পলাতক ৩৩ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২৪৮ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যা ব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

    গত ০৩ এপ্রিল ২০২৫ ইং তারিখে কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মনপাল গ্রামে পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করে। চাঞ্চল্যকর এই ঘটনার সাথে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে র্যা ব-১১, সিপিসি-২, কুমিল্লা গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১০ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাতে র্যা ব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার লাকসাম থানাধীন নোয়াখালী রোড দক্ষিণ বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মনপাল গ্রামে পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনকে হত্যা চেষ্টার আলোচিত মামলার অন্যতম আসামি মোঃ ইকবাল হোসেন উজ্জ্বল (৩৩) কে গ্রেফতার করে।
    প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান হোসেন বেশ কিছুদিন পূর্বে মনপাল গ্রামের বেলাল মেম্বারের বাড়ির পাশে একটি ব্যানার টানায়। তার কয়েকদিন পরে শিশুদের খেলার সময় ব্যানারটি ছিড়ে যায় এবং ঐ দিন সন্ধ্যায় এমরান হোসেন ব্যানার ছেড়া নিয়ে ক্ষুব্ধ হয়ে গালমন্দ করে। পরবর্তীতে গত ০৩ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাতে এমরান হোসেনসহ ২০/২৫ জন ভিকটিম সাদ্দাম হোসেনের বাড়ির সামনে হইচই করতে থাকে এবং একই সময় ঈদের ছুটিতে বাড়িতে আসা ভিকটিম সাদ্দাম হোসেন মোবাইলের ফ্লাশ লাইটের আলো জালিয়ে ঘরে ফিরছিল। বাড়ির সামনে হইচই দেখে সাদ্দাম সেখানে উপস্থিত লোকজনকে সোরগোলের কারণ জিজ্ঞাসা করলে এমরান উত্তেজিত হয়ে ভিকটিম সাদ্দাম হোসেনকে মোবাইলের ফ্লাশলাইটের আলো বন্ধ করতে বলে এবং তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। পরবর্তীতে ভিকটিম তাদেরকে হইচই করতে নিষেধ করে ঘরে চলে যায়। কিছুক্ষণ পর স্বেচ্ছাসেবক দলনেতা এমরান দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ ভিকটিম সাদ্দামের বাড়িতে হামলা চালায় এবং সাদ্দাম সহ তার পরিবারের লোকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহত অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে প্রথমে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরবর্তীতে অবস্থা আংশকাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের পরিবার ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২৫/৩০ জনের বিরুদ্ধে লাকসাম থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে র্যা ব কর্তৃক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত অন্যতম আসামী মোঃ ইকবাল হোসেন উজ্জ্বলকে গ্রেফতার করে।
    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লাকসাম থানায় হস্তান্তর করা হয়েছে।== বার্তা প্রেরকঃ

    মাহমুদুল হাসান
    লেঃ কমান্ডার
    কোম্পানী অধিনায়ক
    র্যা ব-১১, সিপিসি-২, কুমিল্লা। সংবাদ প্রকাশঃ ১১-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments