
সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি ======== ঝিনাইদহের কালীগঞ্জে বেদে পল্লীতে সাপের কামড়ে রওশন আলী (৫০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত রওশন আলী উপজেলার কাশিপুর বেদেঁ পল্লীর আজগার আলীর ছেলে।
কাশিপুর গ্রামের স্থানীয় বাসিন্দা মনির উদ্দীন নামে এক ব্যক্তি জানান, বুধবার দিবাগত রাত ৭টার দিকে পার্শবর্তী চাঁচড়া মাঠের একটি ড্রাগন বাগানে সাপ ধরতে যায়। সাপ ধরার সময় অসাবধানতাবশত রওশন আলীর হাতে বিষধর সাপে কামড় দেয়। এসময় তার সাথে থাকা লোকজন তাকে ওঝাঁর কাছে নিয়ে যেতে চাইলে রওশন বাড়ি চলে আসেন। সেসময় পরিবারের সদস্যদের সহযোগীতায় প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সে মারা যায়।
বেদেঁ পল্লী সাপুড়ে হাকিম মিয়া জানান, বুধবার সন্ধ্যা রাতে মাঠ থেকে এক ব্যক্তি সাপ ধরার জন্য ফোন করেছিল। সংবাদ পেয়ে রওশন বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু যাওয়ার সময় প্রয়োজনীয় ঔষুধ সাথে করে নেয়নি, যে কারনে সাপে কামড়ালেও তাৎক্ষনিক কোনো ব্যবস্থা নিতে পারেনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লোকমুখে শুনেছি সাপের কামড়ে একজন সাপুড়ে মারা গেছে। তবে সেখানে যাওয়া সম্ভব হয়নি। সংবাদ প্রকাশঃ ১১-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=