
সিটিভি নিউজ।। আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ=============
দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসার পূর্ণরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে কুমিল্লার মুরাদনগর উপজেলা শ্রীকাইল ইউনিয়ন বড়িয়াচড়া গ্রামের বাজারে গতকাল শুক্রবার বাদ জুম্মা নামাজ শেষে ৫টি মসজিদের মুসল্লী, গ্রামবাসী, যুবসমাজ ও ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল করেন। বড়িয়াচড়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম হাফেজ জসিম উদ্দিন, বড়িয়াচড়া গ্রামের পূর্ব পাড়া জামে মসজিদ ইমাম মাওঃ মোঃ ইয়াসমিন, বড়িয়াচড়া পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ ইউনুস, বড়িয়াচড়া সরকার বাড়ী জামে মসজিদ ইমাম মুফতি মোঃ মাজহারুল মাহদি,সাম ব্যাপারি বাড়ী জামে মসজিদ ইমাম মাওঃ মোঃ নজরুল ইসলাম, ইউপির সদস্য মাকসুদুল ইসলাম মাসুক, শিক্ষানুরাগী সমাজ সেবক মোঃ সাইদুল ইসলাম, সাবেক সার্জেন্ট মোঃ ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আঃ রহিম, সুলতান আহম্মেদ কিন্ডারগার্টেন পরিচালক মাহবুব আলম রানা, মোঃ নূরে আলম ও মোঃ আবুল কাশেম মন্টু মোল্লা ও শিক্ষার্থীরা। বক্তারা বলেন, ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধ। সেখানে শিশু, নারী,বৃদ্ধ, কেউই ইসরাইলি আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না। আমরা এর বীব্র নিন্দা জানাই এবং বিশ্বের বিবেককে জাগ্রত করতে আহবান জানাই। মানববন্ধন থেকে বক্তৃতা সরকারের প্রতি আহবান জানান, বাংলাদেশ থেকে যেন ইসরাইলি পণ্য আমদানি ও বিক্রয় সম্পুর্ন নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে সাধারণ মানুষকে ইসরাইলি পণ্য বর্জনের আহবান জানানো হয়। এসময় গাজার পাশে দাঁড়াও, ইসরাইলি পণ্য বর্জন করো, নিরীহ মানুষ হত্যার বিচার চাই, স্লোগানে স্লোগানে মুখরিত হয় মানববন্ধন প্রাঙ্গণে। সংবাদ প্রকাশঃ ১১-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=