
সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন বুড়িচং প্রতিনিধি =============
দেশের দ্বিতীয় বৃহত্তম সবজি বাজার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার আগামী ১ বছরের জন্য পুনরায় ইজারার দরপত্রের মাধ্যমে ৪ কোটি ৭৮ লক্ষ ৮০ হাজার টাকায় পেলেন হুমায়ূন কবির নামে এক ব্যক্তি।
হুমায়ূন কবির কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া গ্রামের আদুল হামিদের ছেলে।
বুধবার (৯ এপ্রিল) বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দরপত্র খুলার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে প্রথম ইজারায় ৫ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৯১৫ টাকায় দরপত্র দাখিল করে সম্পূর্ণ টাকা পরিশোধ না করায় আব্দুল জলিল নামে এক ব্যক্তির ১ কোটি ৫৮ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়।
পরবর্তীতে গত ২৫ মার্চ নিমসার বাজারসহ বুড়িচং উপজেলার সাতটি বাজার পুনরায় দরপত্র বিজ্ঞপ্তি দেয়া হয়।
পুনঃ দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার (৯ এপ্রিল) বিকেল ৩ টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হকসহ উপজেলা বাজার ব্যবস্থাপনা কমিটির ও জনসাধারণের উপস্থিতিতে দরপত্র বাক্স খোলা হয়।
দরপত্র বাক্স পর্যালোচনা করে দেখা যায় নিমসার বাজারের ইজারার জন্য একটিমাত্র দরপত্র জমা পড়ে। সেই দরপত্রে হুমায়ুন কবির নামে এক ব্যক্তি ৪ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা দাম দেন। যা সরকারি নির্ধারিত মূল্য থেকে বেশি হওয়ায় প্রাথমিকভাবে হুমায়ুন কবির’কে নিমসার বাজারের ইজারাদার হিসেবে নির্ধারণ করা হয়।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, প্রথম দরপত্র বিজ্ঞপ্তিতে নিমসার বাজারের ইজারায় অংশগ্রহণকারী নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ না করায় তার জামানতকৃত টাকা বাজেয়াপ্ত করে পুনরায় বিজ্ঞপ্তি দেয়া হয়। পুনঃ বিজ্ঞপ্তিতে সরকারি মূল্যের চেয়ে বেশি দিয়ে একটিমাত্র দরপত্র জমা পড়ে। নিয়ম অনুযায়ী প্রাথমিকভাবে ওই দরপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। দরপত্রের দাতা চিঠি পাওয়ার ৭ কার্য দিবসের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে। সংবাদ প্রকাশঃ ১০-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=