
সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট(কুমিল্লা)সংবাদদাতা===========
কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকান্ডে চার সহোদরের সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মরহুম মোমিনুল হকের বাড়িতে। অগ্নিকান্ডে চার ভাইয়ের ৪টি ঘর, আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ টকা পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত কোটি টাকার সম্পদ। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।
জানা যায়, উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মরহুম মোমিনুল হকের চার ছেলে মনিক, প্রবাসী হাসান, হোসেন ও রিপনের বসতঘরে বুধবার রাতে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন চার ভাইয়ের বসতঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে চার ভাইয়ের সব পুড়ে ছাই হয়ে যায়। আগ্নিকান্ডে চার সহোদরের বসতঘর,স্টীলের আলমারী, কাঠের আসবাবপত্র, ফ্রিজ, নগদ ২লক্ষ ৪০হাজার টাকা এবং অন্তত ১২ভরি স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দবি করেন। এতে তাদের প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে যায়।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমীন সরকার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
সংবাদ প্রকাশঃ ১০-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=