Sunday, April 20, 2025
spot_img
More

    মুরাদনগরে স্কুল কমিটির নবনির্বাচিত সভাপতি চৌধুরী রকিবুল হক’কে সংবর্ধনা

    সিটিভি নিউজ।। এম ফয়জুল ইসলাম, মুরাদনগর সংবাদদাতা জানান =====
    কামাল্লা ডি.আর.এস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি রকিবুল হক চৌধুরী শিপনকে সংবর্ধনা দিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

    বুধবার বেলা ১১টায় মুরাদনগর উপজেলার কামাল্লা ডি.আর.এস স্কুল মাঠে এ সংবর্ধনার আয়োজন করেন স্কুল কতৃপক্ষ।

    ৯নং কামাল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন চৌধুরী ও সিনিয়র শিক্ষক কামরুল হাসানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কামাল্লা ইউনিয়নের চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবুল বাশার খান।

    সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ও কামাল্লা ডি. আর. এস স্কুলের নবনির্বাচিত সভাপতি চৌধুরী রকিবুল হক (শিপন)। তিনি বলেন, স্কুলের উন্নয়নের স্বার্থে রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। দলমত নির্বিশেষে সকলে মিলে স্কুলটাকে সাজাবো।
    ২০০১ সালে এই স্কুলের ভবন করেন সাবেক এমপি আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে তিনি যেই অবদান রেখেছেন তা আজও ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে।

    তিনি আরো বলেন, আগামীতে বিদ্যালয়ের ফরম ফিলাপ ফ্রী করে দেওয়া হবে। এই স্কুলকে মানের দিক থেকে কুমিল্লা জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উপনীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
    এছাড়াও এই গ্রামে একটি গার্লস স্কুল করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন নবনির্বাচিত সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন।

    এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি বিজন ভৌমিক অপু, কামাল্লা দরবার শরীফের পীর মাওলানা সাইফুর রহমান খন্দকার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য বিজন কুমার রায়, দ্বীপক রায় খোকন, কামারচর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আলী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১০-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments