ব্রাহ্মণপাড়ায় শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল

সিটিভি নিউজ।। মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।=============
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের উদ্দ্যেশ্য বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৭ এপ্রিল) সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুল হক ভূইঁয়া এর সভাপতিত্বে ও স্কুলের ধর্মীয় শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এর পরিচালনায় উপস্থিত ছিলেন শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, নাজনীন হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম দুলাল, শিদলাই দরবার শরীফের পীর মাওলানা রুহুল আমিন, আলী নোয়াব সর্দার, জয়নাল হোসেন জানু মেম্বার, জাহাঙ্গীর আলম, গাজী সাইদুল ইসলাম এমরান, মাজেদুল ইসলাম, মো. শাহজাহান, মো. হাছানসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা। সবশেষে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা শহীদুল্লাহ ফারুকী। এবছর এই বিদ্যালয় থেকে ১৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন