
সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর ও কুল্যাপাড়া গ্রামের মাঝখানে অবস্থিত কয়ার বিলে মাছ ধরতে যাওয়ায় গিফারি ইসলাম (১১) বছরের শিশুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে কয়ার বিলে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্র উপজেলার কুল্যাপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও কুল্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। তবে অভিযুক্ত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে বায়েজিদ, ইয়াসিন ও গিফারি এই তিন বন্ধু কয়ার বিলে মাছ ধরতে যায়। কিছুক্ষণ মাছ ধরার পর মনোহরপুর গ্রামের এক যুবক তাদের কাছে আসে। এরপর গিফারিকে ধরে ধমকাতে থাকে। এ সময় বায়েজিদ ও ইয়াসিন দৌঁড়ে দূরে চলে যায়। ওই যুবকের কাছে থাকা ধারালো দা দিয়ে গিফারির ঘাড়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সে বিলের মধ্যে লুটিয়ে পড়ে। পরে অন্য দুই বন্ধু গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এরপর স্বজনরা প্রথমে তাকে যশোরে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়।
এদিকে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মনোহরপুর গ্রামবাসী। জড়িত ব্যক্তিকে খুঁজে বের করতে সহায়তা করতে চান তারা। ঘটনার পরপরই গিফারির সাথে থাকা অন্য দুই বন্ধুকে নিয়ে জড়িত ব্যক্তি শনাক্ত করতে মনোহরপুর গ্রামে যায় পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি।
গিফারির সাথে থাকা বন্ধু ইয়াসিন আরাফাত জানান, সকাল ৮ টার দিকে তারা কয়ার বিলে মাছ ধরতে যায়। এ সময় একটা লোক আসে। দেখতে ছোট কিন্তু মুখে দাড়ি আছে। এরপর সে গিফারির সাথে মাছ নিয়ে তর্ক করে। হঠাৎ সে গিফারির ঘাড় ধরে কাঁদার মধ্যে ঠেঁসে ধরে। ভয়ে তারা দুইজন দৌড়ে দূরে চলে যায়। এরপর তার কাছে থাকা ধারালো দা দিয়ে ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়। পরে তারা দুইজন আবার এসে গিফারিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
আহত স্কুলছাত্রের চাচা রকি হোসেন জানান, ঘাড়ের পিছনের দিকে তার ভাইপোকে কুপিয়েছে। তার ঘাড়ের দুই স্থানে কোপের চিহ্ন আছে। গিফারির বাবা প্রবাসী। এমন নৃশংস ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, একটা শিশু মাছ ধরতে যাবে আর এভাবে কুপিয়ে জখম করবে এটা মেনে নেওয়া যায় না। জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে পুলিশ কোন ছাড় দিবে না। সংবাদ প্রকাশঃ ০৬-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=