
সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা -৫ এর চার বারের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ ও বুড়িচং ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যাপক মো. ইউনুস (এমপি) এর চতুর্থ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনুস ফাউন্ডেশনের আয়োজনে ২৭ মার্চ তার গ্রামের বাড়ি বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোপীনাথপুর গ্রামের মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী কোরআন খতম, মিলাদ – মাহফিলের দোয়ার মধ্য দিয়ে অধ্যাপক ইউনুসএমপির বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জনগনের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মৃত্যুবার্ষিকী পালন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল অধ্যাপক কামরুল হাসান নাসিম, বুড়িচং উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাউসার, সারোয়ার জাহান, সবুজ বাংলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কাউসারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের যুগ্মসচিব বদরুল হাসান লিটন ঢাকা থেকে এসে অনুষ্ঠানে যোগ দেন এবং কবর জিয়ারত শেষে বিশেষ দোয়া করেন।
এদিকে অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ মার্চ শনিবার কুমিল্লা-৫ সংসদীয় আসনের বুড়িচং ও ব্রাক্ষনপাড়া উপজেলার তিনটি ভ্যানুতে উপজেলার ১৭টি ইউনিয়নের ৮৬০ টি অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতিটি ব্যাগে ঈদ সামগ্রীর মধ্যে ছিলো পোলাউর চাল, লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়া দুধ, লবন, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল ও মসল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারী এডভোকেট এরশাদুল হক এরশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী রুবেল চৌধুরী , মো. ইমাম হোসেন, সাংবাদিক মো. সজিব ভূইয়া চৌধুরী , সোহেল রানা বাপ্পি, মাসুম চৌধুরী প্রমুখ। ব্রাক্ষনপাড়া সদর, শশীদল, সিদলাই, মালাপাড়া, সাহেবাবাদ, চানলা, মাধবপুর ও দুলালপুর ইউনিয়নের ২৩০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। তাছাড়াও ঈদের আগের দিন ২২০ জন উপকারভোগীদের মাঝে মুরগী বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ০৬-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=