সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ==========ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সদ্য ভুমিষ্ঠ দুই কন্যা ২৪ ঘন্টার ব্যবধানে মারা গেছে । এ ঘটনায় উপজেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া । বিএনপি নেতা হামিদ কন্যার মৃত্যুর খবরে উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলটির উপজেলা কার্যালয়ে ভিড় করতে শুরু করেছেন । জানাগেছে, হামিদুল ইসলাম হামিদের সন্তান সম্ভবা স্ত্রী পিংকি ইসলাম সন্তান প্রসবের জন্য বুধাবার (২ এপ্রিল) রাজধানীর মহাখালি ইনিভার্সাল হাসপাতালে ভর্তি হন । সেখানে তিনি দুই কন্যা সন্তানের জন্ম দেন । জন্মের পরই দুই কন্যা সন্তানের অবস্থার অবনতি হওয়ায় তাদের আসিইউতে রাখা হয় । সেখানে এক কন্যা সন্তান বুধবার (২ এপ্রিল) দুপুর ১ টার পর মারা যায় , আরেক কন্যা বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১ টার পর মারা যায় । রাজধানীর ইউনিভার্সাল হাসপাতাল থেকে মুঠোফোনে কালীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা নাইমুর রহমান পিয়াস জানান , আজ (শুক্রবার) সকালে ঢাকা থেকে দুই বাচ্চার মরদেহ কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় । শহীদ নূর আলী কলেজ মাঠে জুম্মা বাদ জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাদের দাফন সম্পন্ন হয় । কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ বলেন , এ ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক । দুই বাচ্চার লাশ ঢাকা থেকে আসবে সে জন্য আমরা অপেক্ষা করছি । উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের হুমাইরা জান্নাত প্রার্থনা নামের আরেক কন্যা সন্তান আছে । সংবাদ প্রকাশঃ ০৫-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=