
ক্যাপশন ১ ঃ শতবর্ষের স্মৃতিময় ঐতিহ্য ২০২৫ নামে পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের একটি স্মনিকার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ,মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জের পোমগাঁও উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন উৎসব বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হেেয়ছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার দিনভর নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটির শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, শতবর্ষের র্যালী, থিমসং, মেধাবী শিক্ষার্থীদের মেডেল প্রদান, অতিথিবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আসন গ্রহণ, শিক্ষার্থীদের স্মৃতিচারণ বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। বিকালে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহবায়ক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. একেএম জাহাঙ্গীর। প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শতবর্ষ পূর্তি উৎসব এর আয়োজক পর্ষদের যুগ্ম আহবায়ক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব (পিআরএল) ড. আনোয়ার উল্ল্যাহ এফসিএমএ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক গোলাম সরোয়ার ভূইয়া, চট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাছরিন, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনসহ স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। শতবার্ষিকীতে অংশ নিয়ে স্কুলের ১৯৮০ ব্যাচের শিক্ষার্থী অনুষ্ঠানের অর্থ কমিটির আহবায়ক মো. সলীম উল্ল্যাহ বলেন শতবর্ষ উদযাপন ছিল সবার সাথে দেখা হওয়ার একটা মাধ্যম। অনুষ্ঠান আয়োজনের শুরু থেকে দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুদের সাথে ৪০-৫০ বছর পরও দেখা হওয়ার সুযোগ হয়েছে। তিনি বলেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারনায় বিদ্যালয় ক্যাম্পাস এ যেন এক মহামিলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি বলেন এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। রাজনৈতিক মতভেদের উর্ধেব থেকে এ অনুষ্ঠান সফলভাবে শেষ হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের অর্থ কমিটির আহবায়ক মো. সলীম উল্ল্যাহ। অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও আয়োজক কমিটির সদস্য সচিব মো. আবুল বাশার। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোখলেছুর রহমান, প্রাক্তন শিক্ষক ইঞ্জিনিয়ার আহমদ উল্ল্যাহ, পরে আগত শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ অতিথিরা। সংবাদ প্রকাশঃ ০৩-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=