
সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার: সংবাদদাতা জানান ====
এমন কোনো মানুষ নেই যারা ফুলকে ভালোবাসে না। ছাদে, বাড়ির সামনে একটুখানি জায়গা পেলেই ফুলের বাগান গড়ে তোলেন সৌখিন মানুষেরা। কারণ একটি ফুল বাগান বাড়িকে, প্রতিষ্ঠানকে কিংবা কোনো স্থাপনাকে এনে দিতে পারে অন্যরকম অপার সৌন্দর্য।
ঈদের ছুটিতে বাগানবাড়ীতে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদের দ্বিতীয় দিনেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
বুধবার (২ এপ্রিল) বিকাল থেকে ফুল – ফল পুকুর ও বাগানের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান প্রকৃতিপ্রেমীরা। সন্ধ্যা নামার আগেই প্রকৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় বাগান এলাকা।
সরেজমিনে গেলে দেখা যায়, সবুজে ঘেরা মনোরম পরিবেশ, সবুজ গালিচায় মোড়ানো এই বাগানে দর্শনার্থীদের ঢল নেমেছে। স্থানীয় পর্যটক ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের প্রকৃতিপ্রেমিরা ভিড় জমান চা বাগান এলাকায়। সন্ধ্যা নামার আগেই পর্যটকের মিলনমেলায় পরিণত হয় পুরো বাগান এলাকা।
কেউ পরিবার নিয়ে বেড়াতে এসেছেন, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছেন। আবার অনেকেই ফটোসেশন ও ভিডিও ধারণে ব্যস্ত সময় কাটিয়েছেন।
দর্শনার্থীরা জানান, ছুটি পেলে বা অবসর সময় পেলেই তারা এখানে ছিুটে আসেন। এখানকার আবহাওয়াটা অন্যরকম। তাছাড়া নিরাপদ একটি জায়গা।
সুবিল ইউনিয়নের সম্বাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী নূরুল ইসলাম বলেন, এটা অনেক সুন্দর একটা জায়গা। পুরো বিকেল প্রাকৃতিক পরিবেশে সময় কেটেছে।
ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী রবিউল্লাহ মুন্সিও এখানে ঘুরতে এসেছেন। তিনি জানান,গ্রামের মধ্যে দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই বাগান বাড়ীটি অন্যতম। সুযোগ পেলেই এখানে আসা হয়। বেশি দূরে যাওয়ার সমুযোগ হয় না। আজ বন্ধুদের নিয়ে সময় কাটাতে এখানে এসেছি।
এই আপ্লুত হওয়া অব্যক্ত কথায় ব্যক্ত করেছেন ঘুরতে আসা
হাজী শাহ আলম, কাজী মাহাবুল,আবুল কাশেম, আবুল হাসেম,চিকিৎসা প্রযুক্তিবিদ আবদুল আউয়াল, মোঃ নজরুল ইসলাম সরকার,মোঃ নূরুন নবী, মোঃ ফারুক মোল্লা,এডভোকেট কাজী খোরশেদ আলমসহ অনেকে।
আসলে ফুলের সৌন্দর্য মানুষকে পবিত্র হতে প্রেরণা জোগায়। মনোমুগ্ধকর সুভাসও ছড়াচ্ছে চারদিকে। রকমারি ফুলে ভরে উঠেছে সেখানকার প্রাণ ও পরিবেশ,যেন ফুলশয্যা!
সামনে দিয়ে অতিক্রম করলেও মনের মাঝে কেমন জানি একটা অন্য ধরনের অনুভূতি বা ভাবাবেগের উদয় হয়। যে মোহ বা আচ্ছন্নতা অন্য কোথাও পাওয়া যায় না তা পুষ্প দর্শনে মিলছে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামে।এই বাগান বাড়িটি করেছেন সৌখিন বাগানপ্রেমী ও সমাজসেবক ইফতেখার আহমেদ মাসুদ। সংবাদ প্রকাশঃ ০৩-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=