সিটিভি নিউজ।। পবিত্র মাহে রমজান উপলক্ষে গত ২৬ মার্চ কুমিল্লার একটি পার্টি সেন্টারে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র উদ্যোগ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব, কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনের প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা জেলা আহবায়ক, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক, কুমিল্লা ৩ মুরাদনগর সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক, কর আইনজীবী অ্যাডভোকেট আশরাফ উদ্দিন, জেলা যুগ্ন আহবায়ক আশরাফুল আলম রতন, জেলা সদস্য সচিব আব্দুল কাইয়ুম।
কবি শিপন হোসেনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মহানগর সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, এবি পার্টি কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মাসুদ, মহানগর সেক্রেটারি ভারপ্রাপ্ত আব্দুল কাইয়ুম ভূঁইয়া মুকুল, নিরাপদ চালক চাই প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ সরকার, নুপুর কাউসারী টুম্পা, সেইভ দ্যা হিউম্যান সোসাইটির চেয়ারম্যান নুসরাত শারমিন নিলা, মীর মারুফ তাহাসিন, আবু জাফর খান, আলেয়া আক্তার আলো, সেলিনা বেগম, মহানগর ৬ নং ওয়ার্ডের যুগ্ন আহ্বায়ক আব্বাস উদ্দিন, গিয়াস উদ্দিন, ব্যবসায়ি সানা উল্লাহ, আব্দুস সালাম, ওমর কাইয়ুম পলাশ, ১৫ নং ওয়ার্ডের আহবায়ক তৌহিদ হোসেন, সদস্য সচিব মিজানুর রহমান, নাবিল খন্দকার, ১৬ নং ওয়ার্ডে আহবায়ক আলো, বাংলাদেশ ছাত্রপক্ষ নেতা আবীর হাসান, তোফাজ্জল হোসেন, আব্দুর রাজ্জাক, হালিম আব্দুল্লাহ, সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার শফিকুল ইসলাম ঝিনুক, আতাউর রহমান প্রমুখ। আলোচনা শেষে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুম হাসান ।
ইফতার মাহফিলে এবি পার্টির কুমিল্লা মহানগরের সদস্যবৃন্দ, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে দোয়ায় শরিক হন। সংবাদ প্রকাশঃ ২৮-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=