সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি।।
সুবিধা বঞ্চিত এতিম শিশুদের পাশে দাঁড়াতে এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে সমাজের দানশীল ও মানবীক মানুষদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে কুমিল্লায় দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও ক্যাট’স হোম বিড়ালের বাড়ির উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দেবীদ্বারের নবিয়াবাদ মোহাম্মদিয়া হাফিজিয়া এতিমখানায় দোয়া ও ইফতার সভাপতিত্ব করেন দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও ক্যাট’স হোম বিড়ালের বাড়ি এর প্রতিষ্ঠাতা রোটাঃ মোহাম্মদ সাইফ উদ্দিন রনী।
প্রানী চিকিৎসক মাসুদুর রহমান ভূইয়া পরিচলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মজুমদার, মোঃ মনিরুল ইসলাম ভূইয়া, মোঃ অহিদুর রহমান ভূইয়া, প্রবাসী মাকসুদুর রহমান ভূইয়া, জাহাঙ্গীর আলম ভূইয়া, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মোঃ শাহজালাল, মোঃ মাইনুদ্দিন ভূইয়া, প্রবাসী মো. সাফায়েতুল ইসলাম আজিজ, ক্যামেরাপারসন সাইফুল ইসলাম সজিব, দলিল লেখক মোঃ হাফিজুর রহমান, ব্যবসায়ী রাসেল আহম্মেদসহ প্রতিষ্ঠান শিক্ষক ও নিবাসীরা।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ সানাউল্লাহ ।
স্পন্সর প্রতিষ্ঠান গ্লোবাল টেলিভিশন, কুমিল্লার সহযোগিতায় সার্বিক সহযোগিতায় গত ১৮ মার্চ দেবীদ্বার সরকারি শিশু পরিবার এবং ২০ মার্চ বুড়িচংয়ের বালিখাড়া নেছারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মহফিলের আয়োজন করে সংগঠনগুলো।
দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও ক্যাট’স হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা রোটাঃ মোহাম্মদ সাইফ উদ্দিন রনী বলেন, সুবিধা বঞ্চিত এতিম শিশুদের পাশে দাঁড়াতে এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে সমাজের দানশীল ও মানবীক মানুষদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে বিভিন্ন কর্মকান্ডের অংশ হিসেবে আজকের এই দোয়া ও ইফতার মাহফিল। এই অনুষ্ঠান দেখে একজনও যদি তার আশে পাশের এতিমদের সহযোগিতায় এগিয়ে তবেই এই অনুষ্ঠান স্বার্থক। এছাড়াও দৃষ্টান্ত ফাউন্ডেশন প্রতি বছর বিশেষ বিশেষ দিনে এই শিশুদের জন্য উন্নত মানের খাবার বিতরণ, শীতবস্ত্র, ক্রীড়া সামগ্রী বিতরণ, পিঠা, বসন্ত, ফল উৎসবসহ নানান আয়োজন করে থাকে। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৩-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=