সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার, কুমিল্লা। === কুমিল্লার বরুড়া উপজেলাধীন শ্যামপুর আখড়া বাড়িস্থিত শ্রী শ্রী গীতা মন্দির প্রাঙ্গণে বিশ্ব শান্তি কামনায় ৪০তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় শ্রীমদভগবদগীতা পাঠ ও ধর্মীয় আলোচনা। এরপর গঙ্গা আবাহন ও অধিবাস, সন্ধ্যাকালীন পূজা, প্রদীপ প্রজ্জ্বলন ও আরতি কীর্তন শেষে সঙ্গীতানুষ্ঠান।
বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ আরম্ভ এবং মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ কিঞ্চিৎ প্রসাদ বিতরণ।
শুক্রবার (২১ মার্চ) অহোরাত্র নামযজ্ঞ এবং মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ কিঞ্চিৎ প্রসাদ বিতরণ।
শনিবার (২২ মার্চ) অহোরাত্র নামযজ্ঞ এবং মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ।
শেষদিন রবিবার ভোরবেলা নগর পরিক্রমা ও মহানামযজ্ঞ সমাপন।
এতে নামসূধা বিতরণ করবেন ফরিদপুর হতে আগত শ্রী শ্রী গোষ্টগোপাল সম্প্রদায়, গোপালগঞ্জ শ্রী শ্রী শান্তি মাতা সম্প্রদায়, কুমিল্লা শ্রী শ্রী রাসস্থলী সম্প্রদায়, লক্ষ্মীপুর শ্রী শ্রী কৃষ্ণা কিশোরী সম্প্রদায়, কুমিল্লা শ্রী শ্রী ভক্তের ভগবান সম্প্রদায়, বরিশাল শ্রী শ্রী জয়কৃষ্ণ সম্প্রদায় ও শ্রী শ্রী শ্যামপুর গীতা সম্প্রদায়।
ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণ করতঃ কিঞ্চিৎ প্রসাদ গ্রহণসহ সক্রিয় সহযোগিতা ও সহানুভূতি একান্তভাবে কামনা করেছেন উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১৯-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=