সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার :-- সংবাদদাতা জানান ---
দেশব্যাপী সন্ত্রাস, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আছিয়ার ধর্ষকের বিচার দাবি করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ বাংলায় ধর্ষকের কোন ঠাঁই হতে পারেনা। ভয় থেকে নারী ও শিশুদের নিরাপত্তা দিয়ে, অস্থির পরিবেশ থেকে পরিত্রাণ দিতে হবে। ফ্যাসিস্টের প্রেত্মাতারা এ ধরনের নিকৃষ্ট কাজের মাধ্যমে সমাজকে অস্থিতিশীল করার ঘৃণ চক্রান্ত করছে। তাই সরকারকে এসব অপরাধীদের দমনে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা তিনদফা দাবি ঘোষণা করেন। প্রথমতঃ ধর্ষকের সর্বনিম্ন শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে, দ্বিতীয়তঃ ধর্ষণ মামলার তদন্ত ৭ দিনের মধ্যে এবং ৩০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, তৃতীয়তঃ ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে হবে এবং সরকারকে পরিবারের দায়-দায়িত্ব নিতে হবে।
সাধারণ শিক্ষার্থীদের এ আয়োজনে আইএসইউ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদী পদযাত্রা করেন। সংবাদ প্রকাশঃ ১২-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=