সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় আরও একজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুরে র্যাব-১১ কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মো. ইশতিয়াক হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. অয়ন (২২)। সে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মো. হালিম মিয়ার ছেলে
র্যাব জানায়, পরে ২৬ ফেব্রুয়ারি রাত ১২টায় সজীব, হাসানও অয়নসহ ৮ জন আসামী গৃহবধূকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ করে। আসামীরা তাকে পালাক্রমে ধর্ষণ করার পর রাত প্রায় ২টায় গৃহবধূকে এবং কামাল হোসেনকে ওই পরিত্যক্ত ঘর হতে বের করে দেয়। এরই প্রেক্ষিতে ভিকটিম গৃহবধূ (৪০) বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি গণধর্ষণ সংক্রান্ত মামলা দায়ের করেন।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মামলাটি রুজু হওয়ার পর মামলার এজাহারনামীয় আসামীদেরকে গ্রেপ্তারের জন্য র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই গণধষর্ণের ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় অন্যতম আসামী মো. অয়নকে র্যাব-১১ মঙ্গলবার মুন্সিগঞ্জ গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামী মো. অয়ন এর বিরুদ্ধে সোনারগাঁও থানার এফআইআর নং-৩৮, তারিখ-২৬/০২/২০২৫ এজাহারে অভিযুক্ত। তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১২-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=