
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের জনসম্মুখে মৃত্যুদ- কার্যকরের আইন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করে কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেনি পেশার লোকজন।
সিটিভি নিউজ।। মোঃ বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ====
সারাদেশে চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের জনসম্মুখে মৃত্যুদ- কার্যকরের আইন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেনি পেশার লোকজন।
সোমবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তারা। পরে কোম্পানীগঞ্জ ফারজানা বাসের চালক ও হেলপার কর্তৃক এক নারীকে ধর্ষণ ও হত্যা করে ব্রিজের নিচে ফেলে দেয়ার ঘটনার ক্ষোভ প্রকাশ করে ফারজানা কাউন্টারে তালা ঝুলিয়ে দিয়ে বাস চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মিছিলে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
এ সময় ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে বক্তারা বলেন, সারা দেশে ধর্ষণের প্রবণতা বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে দেশে সঠিক বিচার ব্যবস্থা না থাকা। তারা আরো বলেন, প্রতিটা ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষকদের জনসম্মুখে এনে মৃত্যুদন্ড কার্যকরের আইন করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। ফারজানা বাসে ঘটে যাওয়া ঘটনার দ্রুত বিচারের দাবি জানায় তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ইউসুফপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন ব্রীজের নিচ থেকে হাত পা ও মুখ বাধা অবস্থায় শাহনাজ বেগম (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় ফারজানা ট্রান্সপোর্টের ছাত্তার মিয়া নামের এক গাড়ী চালককে আটক করেছে র্যাব-১১। ফারজানা ট্রন্সপোর্টের চালক এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার খবরে ফারজানা বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। সংবাদ প্রকাশঃ ১০-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=