
সিটিভি নিউজ।। ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ৮ মার্চ বিকাল চারটায় লাকসাম উপজেলার বাজার ও রেলগেট মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ এ অভিযান পরিচালনা করেন। বাজারে যত্রতত্র অটোরিকশা পার্কিং করে যানজন সৃষ্টি সহ মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে বিভিন্ন দোকানে রাস্তায় অভিযান পরিচালনা করেন। তবে কাউকে জরিমান করা হয়েছে বলে জানা যায়নি।
লাকসাম বাজার পরিদর্শনের সময় দেখা যায়, কিছু দোকানদার নির্ধারিত পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করছেন না এবং কিছু দোকান মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছে। এয়াড়া কলা সহ রমজানের নিত্য প্রয়োজনীয় ফলমুল ঔষধ পাকানোর দায়ে বিক্রেতা ও দোকান মালিক কে সতর্ক করা হয়। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন বলে অভিযানকালে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ।
অভিযানের অংশ হিসেবে বিকাল চারটায় লাকসাম রেলগেট মোড়ের বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল। খাদ্যদ্রব্য তৈরির কাঁচামালের মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেওয়া ইউএনও কাউছার হামিদ জানান, ‘রমজান মাস জুড়ে অভিযান পরিচলনা করা হবে। ভোক্তা অধিকার লঙ্ঘনকারীদের ছাড় দেওয়া হবে না। বাজারে পণ্যের মূল্য তালিকা থাকা বাধ্যতামূলক, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা যাবে না এবং খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। যারা এসব আইন মানবে না, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রমজানে লাকসাম মডেল মসজিদ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ
পবিত্র মাহে রমজানের প্রথম জুম্মার দিন ৭ মার্চ শুক্রবার জুম্মার নামাজের সময় লাকসাম মডেল মসজিদ পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। এ সময় তিনি মসজিদের মুসল্লী এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতবৃন্দের সাথে জুম্মার নামাজ আদায় করেন। এ সময় তিনি মুসুল্লীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যও প্রদান করেন। নামাজ শেষে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ মুসল্লীদের সাথে ক‚শলাদি বিনিময় করেন এবং রমজানে মসজিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা।
এ সময় মসজিদের মুসল্লী ও আমেনা মেডিকেলের চেয়ারম্যান সেলিম মাহমুদ, স্থানীয় বিএনপি নেতা আবদুর রহমান বাদল, আবুল কালাম, লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ, মসজিদের খতিব ও ইমাম, মুয়াজ্জিন সহ অন্যান্য মুসল্লীরা উপস্থিত ছিলেন। ক‚শলাদি বিনিময়ের সময় মসজিদের লবনাক্ত পানির সমস্যা, এসি চালু করার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগীতা কামনা করেন স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও মসজিদে খতিব, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগের বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সংবাদ প্রকাশঃ ০৮-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=