সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি===========
কুমিল্লার চৌদ্দগ্রাম ৪৮ ঘণ্টা ব্যবধানে একই জায়গায় দুই প্রবাসীর গাড়িতে ডাকাতির শিকার হয়েছেন কুয়েতপ্রবাসী নাইমুল ইসলাম ও মালয়েশিয়া প্রবাসী বেলাল। পুলিশ বলছে, একই কায়দায় লুট করা হয় দুই প্রবাসীর মালামাল। পিকআপ ভ্যান ব্যবহার করে লুটের মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে তদন্ত করা হচ্ছে।
আজ শনিবার ভোরে চৌদ্দগ্রাম থানার ৫০০ গজ দূরে মহাসড়কের ফাল্গুনকরা মাজার নামক স্থানে ডাকাত দল হামলা চালিয়ে মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেনের সর্বস্ব কেড়ে নিয়ে গেছে। তিনি বিমানবন্দর থেকে ভাড়া করা প্রাইভেটকারে করে তাঁর গ্রামের বাড়d ফেনীর দাগনভূঁইয়ার শরিফপুর গ্রামে যাচ্ছিলেন। তথ্যটি শনিবার সকালে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহাম্মেদ।
ওসি জানান, ‘অজ্ঞাতনামা ৭/৮ জনের ডাকাত দল পিকআপ ভ্যানে করে এসে প্রবাসীর ভাড়া করা প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। একপর্যায়ে ডাকাত দল পিকআপ ভ্যান থেকে নেমে অস্ত্রের মুখে প্রবাসীকে জিম্মি করে ৫টি মোবাইল, ১ ভরি স্বর্ণ, ৩ হাজার মালেশিয়ান রিঙ্গিত, ৪টি মালামালের প্যাকেট লুট করে নেয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রবাসীকে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মাইক্রোবাসের চালক জাবেদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
প্রবাসী বেলাল হোসেন বলেন, ‘ঈদ করার জন্য ৩ বছর পর প্রবাস থেকে দেশে আসি শুক্রবার রাতে। বিমানবন্দর থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে বাড়ির উদ্দেশে রওনা করি। মহাসড়কের ফাল্গুনকরা এলাকায় পৌঁছালে পেছন থেকে ত্রিপল মোড়ানো একটি পিকআপ ভ্যান এসে আমাকে বহনকৃত প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাচ্ছিল। চালক প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ নিলে ডাকাত দল পিকআপ থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে প্রাইভেটকারটিতে আঘাত করে ভাঙচুর করে এবং গাড়িতে থাকা আমার থেকে সকল মালামাল ও নগদ টাকা পয়সা ছিনিয়ে নেয়। এসময় তারা আমার পাসর্পোটটিও কেড়ে নেয়। আমি অনেক কষ্টে ডাকাত দল থেকে পাসপোর্টটি ফেরত নিই।’
হাইওয়ের পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘মহাসড়কে চৌদ্দগ্রামে প্রবাসীর গাড়িতে ডাকাতির সংবাদ পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। ভিকটিমের সাথে কথা বলেছি। ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’
উল্লেখ্য, এর আগে গত ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একই জায়গায় ডাকাত দল চক্র হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের সর্বস্ব কেড়ে নিয়েছেন। সংবাদ প্রকাশঃ ০২-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=