সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান==
কুমিল্লার বুড়িচং উপজেলা সদরেব বৌভাতা অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক লোক অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। উপজেলার সদরের লিটন চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদেরকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রহেলা মার্চ শনিবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মালেকুল আফতাব।
অসুস্থদের স্বজনরা জানান,গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় হিন্দু বাড়ির লিটন চন্দ্র দাসের ছোট ভাই রিপন চন্দ্র দাসের বৌভাতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন হিন্দু- মুসলমানসহ ৫ শতাধিক।তাদের মধ্যে দুপুরে খাবার খেয়ে প্রায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। ওই দিন বিকেল থেকে তারা বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। প্রত্যেকেরই বমি ও পাতলা পায়খানা হচ্ছে। অনেকে বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছেন।
খাবার খেয়ে অসুস্থ আব্দুল জলিলসহ কয়েকজন বলেন,দুপুরে বুড়িচং সদরে হিন্দু বাড়িতে বৌভাত অনুষ্ঠানের খাবার খায়। পরে বাসায় গিয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। অতিরিক্ত বমি ও পেটে ব্যাথা,মাথা ব্যাথা, করলে তারা হাসপাতালে গিয়ে ভর্তি হয়।
হিন্দু বাড়ির তিতাস সরকার বলেন,বৌভাত অনুষ্ঠানের খাবার অনেক স্বাদ হয়েছে,সম্ভব্য
অতিরিক্ত খাসির মাংস খাওয়ার কারণে অসুস্থ হয়েছে।
এদি ইঞ্জিনিয়ার জুয়েল জানান তার ভাই সহ বাড়ীর ৬-৭ জন ওই বৌভাতার খাবার খেয়ে অসুস্থ হলে তিনি ডাক্তারের পরামর্শ নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এখনো কেউ পুরোপুরি সুস্থ্য নয়।প্রত্যেক কে এখন ডাক্তারের পরামর্শে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মালেকুল আফতাব বলেন,বৌভাত অনুষ্ঠানের খাবারে বিষক্রিয়া ছিল কিনা তদন্ত করার জন্য একটি টিম পাঠানো হয়েছে। এই পর্যন্ত অর্ধশতাধিক লোক অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।কিছু অসুস্থ লোক অন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছে। রোগীদের ভাষ্যমতে বৌভাত অনুষ্ঠানের খাবার খওয়ার পর অতিরিক্ত বমি ও পেটে ব্যাথা,মাথা ব্যাথা, ডায়রিয়া হয়েছে।কিছু লোক হাসপাতালে ভর্তি আছে।আর অন্যরা সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন। সংবাদ প্রকাশঃ ০১-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=