Saturday, March 1, 2025
spot_img
More

    জামালপুরের দেওয়াগন্জে জিল বাংলা সুগার মিলে দ্বি-বার্ষিক সাধারণত নির্বাচন অনুষ্ঠিত

    সিটিভি নিউজ।। কামরুজ্জামান কানু জামালপুর সংবাদদাতা জানান –== -জামালপুরের দেওয়াগন্জে জিল বাংলা সুগার মিলে দ্বি-বার্ষিক সাধারণত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ২৩-জন অংশগ্রহণ করেন। জিলএগ্রোনমি ভবনে সকাল ৮-টা থেকে বিকাল ৪-টা পর্যন্ত ভোট গ্রহন করেন নির্বাচন কর্মকর্তা। । আইন শৃঙ্খলায় নিরাপত্তায়, সেনাবাহিনী, পুলিশ, ডিবি, মেজিস্টেট শামসু জ্ঝামান উপস্থিত ছিলেন। ২৩-জন নির্বাচনে অংশগ্রহণ করেন। সভাপতি পদে ৩-জন, সহ-সভাপতি সোলাইমান বিনা ভোট নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদক পদে ২-জন, যুগ্ন সাধারণ পদে ২-জন,সাংগঠনিক সম্পদক পদে ২-জন, প্রচার ক্রীড়া ও সাংকৃতিক সম্পদক, ২-জন , অর্থ ও দপ্তর সম্মাদক-২-জন, কার্যকরী সদস্য ৪-জন, মজুরী কমিশন ৩-জন নির্বাচন করেন। এতে নির্বাচনে জয়লাভ করেন যারা- সভাপতি এ কে এম রায়হানুল আজিজ ২১৮-ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, সহ-সভাপতি সোলাইমান হোসেন বিনা-প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন । সাধারণ সম্পাদক হয়েছেন শওকত উর রহমান সোহাগ ৩০৬-ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। মো:নাসিম ২৯৯ ভোটে নির্বাচিত হয়েছে যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছে। সাংগঠনিক সম্পাদক ২৪১-ভোট পেয়ে মো:জুয়েল মোল্লা নির্বাচিত হয়েছে। প্রচার ক্রীড়া সাকৃতিক সম্পাদক হয়েছে। অর্থ ও দপ্তর সম্পাদক পদে জাহিদ আনোয়ার কবির ২৬২-ভোটে নির্বাচিত হয়েছেন। কার্যকরি সদস্য পদে ২-জন নির্বাচিত হয়েছেন – ( বেতন কমিশন ভুক্ত ) প্রথম মোস্তাক আহমেদ । মজুরী কমিশন ভুক্ত মো;আল আমিন ইসলাম- দ্বিতীয় হয়েছেন মো:হামিদুর রহমান । ভোট শুরু হয় সকাল ৮-টা থেকে বিকেল ৫-টা পর্যন্ত। সংবাদ প্রকাশঃ ০১-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments