Saturday, March 1, 2025
spot_img
More

    রমজানের পবিত্রতায় রক্ষায় কুমিল্লায় জামায়াতের স্বাগত মিছিল

    সিটিভি নিউজ।। কুমিল্লা(উত্তর) প্রতিনিধি জানান =====
    পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখা ।
    শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে নগরীর টাউনহল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউনহল মাঠে এসে শেষ হয়। এর আগে টাউনহল মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মহনগররী জামায়াতের নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন, মো. মোসলেহ উদ্দিন।
    বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, বাজারে কোনও ধরণের সিন্ডিকেট আমরা দেখতে চাই না। আপনারা অবিলম্বে বাজারের দ্রব্যমূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসুন। রমজানে দিনের বেলায় সকল হোটেল রেস্তরা বন্ধ রাখতে হবে। রমজানে সকল ধরণের অশ্লীলতা পরিহার করতে হবে। আমরা কোরআনের আলোকে জুলুম দখলদারিত্ব মুক্ত রাষ্ট্র গঠন করতে চাই।
    তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা পালালেও এখনও সরকারের উচ্চপদে তার দোসররা বসে দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। জেল থেকে সকল রাজবন্দি মুক্তি পেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনও মুক্তি দেয়া হয়নি। আমি সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, অবিলম্বে এটিএম আজহারকে মুক্তি দিন। না হলে জেলের তালা ভেঙে তাকে মুক্তি করা হবে।
    মিছিলে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহনগররী জামায়াতের নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন, মো. মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারী মো. মাহবুবুর রহমান, মো.কামরুজ্জামান সোহেল, সাবেক কাউন্সিলর মো. মোশারফ হোসেন, এড. নাছির আহমেদ মোল্লাসহ নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা।
    সংবাদ প্রকাশঃ ২৮-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments