কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সিটিভি নিউজ।। মো. বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে :=========
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, নতুন রাজনৈতিক দলের সাথে আমি যুক্ত নই। কারণ আমি এখন সরকারের দায়িত্বে আছি। এ সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সে জায়গা থেকে আমরা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারবো না। তবে শুধু নতুন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের সকল রাজনৈতিক দলই জনকল্যাণমুখী হবে এটাই আমাদের প্রত্যাশা। জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় সার্বিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় সমন্বয়ক তারিকুল ইসলাম, সমাজ সেবক এম এ জাহের মুন্সী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) তৌহিদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন প্রমুখ।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাতে উপজেলার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইছালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এর আগে তিনি সংচাইল আরএইচডি-দিঘিরপাড় আরএইচডি ভায়া বাঙ্গরা জিসি সড়ক ও মেটংঘর-গাজীপুর সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সংবাদ প্রকাশঃ ২৮-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=