Monday, March 31, 2025
spot_img
More

    নারায়ণগঞ্জ চেম্বারের নবনির্বাচিত সভাপতি দিপু ভূইয়াতে আস্থা রাখলেন ব্যবসায়ীরা

    সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সভ্রান্ত ব্যাবসায়ী পরিবারের সদস্য ও গাউছিয়া কর্পোরেশনের চেয়ারম্যান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর ওপরেই আস্থা রেখেছেন নারায়ণগঞ্জের ব্যাবসায়ীরা। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দিপু ভূঁইয়া। স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে তিনি ছিলেন লড়াকু সৈনিক।
    বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে চেম্বার অব কমার্সের নির্বাচনে দিপু ভূঁইয়াসহ ১৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীর শিকদার।
    নির্বাচিত হয়েই নারায়ণগঞ্জের সর্বস্তরের ব্যাবসায়ীদের নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দিপু ভূইয়া।
    জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঐতিহ্যবাহী ভূঁইয়া পরিবারের সদস্য দিপু। তিন পুরুষ ধরে এই পরিবারটি নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাবসায়ে সফলতা অর্জন করেছে। বর্তমানে দেশের বৃহত্তর পাইকারি কাপড়ের মার্কেট পরিচালনা করছে দিপু ভূঁইয়ার পরিবার।
    দিপু ভূঁইয়ার দাদা গোলবক্স ভূঁইয়া পাকিস্তানি আমল থেকেই দেশের অন্যতম শিল্পপতিদের একজন ছিলেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের দ্বিতীয় শীর্ষ সফল বাঙালি ব্যবসায়ী। স্বাধীনতার পর দেশের অভ্যন্তরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানাবিধ কর্মসূচি হাতে নেন তিনি।
    দিপুর বাবা প্রয়াত মজিবুর রহমান ভূঁইয়া ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান। ব্যক্তিজীবনে তিনিও সফল শিল্পপতি ও উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচিত। তার নেতৃত্বে গাউছিয়া গ্রুপ দেশের ব্যাবসায়িক অঙ্গনে ব্যাপক সুনাম অর্জন করে।
    পিতার পর বর্তমানে গাউছিয়া কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করছেন দিপু ভূঁইয়া। দেশের অন্যতম বৃহৎ এই শিল্পগোষ্ঠী দেশে বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রেখে চলেছে। সামাজিক ও ধর্মীয় আয়োজনে পৃষ্ঠপোষকতায় দিপুর অবদান সবার মুখে মুখে। মূলত একারণেই দিপুর ওপরেই আস্থা রেখেছেন নারায়ণগঞ্জের ব্যাবসায়ীরা।
    এদিকে চেম্বারের সভাপতি নির্বাচিত হয়েই দিপু ভূঁইয়া ব্যাবসায়ীদের উদ্দ্যেশ্যে বলেন, বাংলাদেশের জিডিপির ৭ দশমিক ৮৬ শতাংশ নারায়ণগঞ্জ কন্ট্রিবিউট করে। সেই তুলনায় নারায়ণগঞ্জ পিছিয়ে আছে। এখানে ব্যাবসায়ীদের প্রতিকূলতা পোহাতে হয়। এখানে যানজট একটি বড় সমস্যা। এতগুলো গার্মেন্টস এখানে অথচ বায়াররা এসে এখানে থাকবে এমন একটা মানসম্পন্ন হোটেল নেই। এখানে উন্নত মানের স্কুলও নেই, মানসম্পন্ন হাসপাতাল নেই। আজ আমি এখানে আমার ১৯ জন ভাইকে পেয়েছি আমি। আমি চাই সকলকে নিয়ে একসাথে এ সমস্যাগুলো সমাধান করতে। সংবাদ প্রকাশঃ ২০-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments