শোকসভায় বক্তারা সব দিক থেকেই এম সাদেক অনেক উঁচু মাপের মানুষ ছিলেন

সিটিভি নিউজ।। আমি কোন দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই বলতে পারি ব্যক্তি সাদেক, ফটো সাংবাদিক সাদেক, মানুষ সাদেক ও সহকর্মী হিসেবে সাদেক অনেক উঁচু মাপের একজন মানুষ ছিলেন। সব দিক থেকেই অনেক উঁচু মাপের মানুষ ছিলেন সাদেক ভাই। সমাজের উন্নয়নে ভালো মানুষগুলোই বেশি ভুমিকা রাখে। যুগে যুগে অনেক ভালো মানুষের জন্ম হয়েছে। যদিও তাদের সংখ্যা খুব বেশি না। তবে তাদের মধ্যে একজন সাদেক ভাই।

দৈনিক প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক এম সাদেক এর স্বরণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন। বুধবার সকালে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে দৈনিক আমাদের কুমিল্লা কার্যালয়ে এ শোকসভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক আমাদের কুমিল্লা’র ভারপ্রাপ্ত সম্পাদক ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।

শোকসভায় সাংবাদিক এম সাদেকের সহকর্মী, পরিবারের সদস্য ও কুমিল্লার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সভায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, দৈনিক ডাক প্রতিদিনের সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শফিকুর রহমান, প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল, বিএমএ কুমিল্লার সাবেক সভাপতি ডা. ইকবাল আনোয়ার, প্রথম আলোর সাবেক নিজস্ব প্রতিবেদক ও দৈনিক আমার শহর পত্রিকার সম্পাদক গাজীউল হক সোহাগ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার সহ সভাপতি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, সাংবাদিক সমিতি কুমিল্লার যুগ্ম সাধারণ সম্পাদক ও এখন টিভির কুমিল্লা ব্যুরো চীফ খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সময় টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি বাহার রায়হান, সাংবাদিক এম এ কুদ্দুস, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, মাইটিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, প্রথম আলোর কুমিল্লা আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল, বিশিষ্ট রাজনীতিবিদ শেখ আবদুল মান্নান।

বক্তারা বলেন, এম সাদেকের মৃত্যু ছিল সম্মানের। তিনি জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত কাজের মধ্যে ছিলেন। তিনি প্রকৃতির সাথে মিশতে পারতেন। এম সাদেক ছবি দিয়ে কথা বলাতে পারতেন। বক্তারা সবাই এম সাদেকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এম সাদেককে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে অনেক সহকর্মী আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। সকল সহকর্মীদের কাছে বাবার জন্য ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন এম সাদেকের একমাত্র সন্তান কায়সার আহমেদ অভি। শোকসভার সভাপতি ইয়াসমিন রীমার আহব্বানে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা ও দোয়া করেন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক ডাঃ আবদুল আউয়াল।

সভায় আরো উপস্থিত ছিলেন, লেখিকা রোকসানা ইয়াসমিন মনি, সাংবাদিক জসিম উদ্দিন, সাংবাদিক এম হাসান, সাংবাদিক জহিরুল হক বাবু, সাংবাদিক সাংবাদিক আবুল বাশার রানা, সাংবাদিক মহসিন কবির, সাংবাদিক এমদাদুল হক সোহাগ, জামান পাবেল, সাংবাদিক ফরহাদ ইসলাম ভূঁইয়া ও বিউটি আক্তার প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি সোমবার গোমতী নদীর পাড়ে পলো দিয়ে মাছ ধরা উৎসবের ছবি তুলতে যান এম সাদেক। ছবি তোলার সময় তিনি অসুস্থ বোধ করেন। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সংবাদ প্রকাশঃ ১৯-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন