আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজে বসন্ত পিঠা উৎসব’
সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার/ সংবাদদাতা জানান =====
পিঠা উৎসব আমাদের হাজার বছরের বাঙ্গালীয়ানা সংস্কৃতির ঐতিহ্য। আজ থেকে আমরা অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সমাজের সকল শ্রেণী পেশার, সকল ধর্ম-বর্ণের মানুষ আমরা একসাথে বাঙ্গালীয়ানা পরিচয়ে সামনে এগিয়ে যাব।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজে ’বসন্ত পিঠা উৎসব’র উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্য দিতে যেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন ওই বক্তব্য দেন।
তিনি আরো বলেন, আমরা বিভক্ত হবনা, আমরা অভিবক্ত এবং ঐক্যবদ্ধ থেকে, আমাদের যে নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে সুযোগ পেয়েছি, তা আমরা বৈষম্য মুক্ত ও বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সেই বাংলাদেশ আমরা সবাই মিলে এক সাথে গড়ে তুলব। সকল শ্রেণী-পেশা, ধর্ম-বর্ণের মানুষ একসাথে মিলে মিশে হাজার বছরের বাঙ্গালীয়ানা সংস্কৃতি ‘বসন্ত পিঠা উৎসবে’ আজ দেশ গড়ায় শপথ নেব।
আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান ভূইঁয়ার সভাপতিত্বে এবং অধ্যাপক রহিম বক্স চিশতী’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বসন্ত পিঠা উৎসবের আলোচনায় অংষশ নেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এডভোকেট খন্দকার মিজানুর রহমান (এপিপি), মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান, মো. শাজাহান মোল্লা, সোধন ডিলার, সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম প্রমূখ। পরে বসন্ত পিঠা উৎসবের ষ্টলগুলো ইউএনওসহ অতিথিরা পরিদর্শন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এর আগে আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা এবং কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকা থেকে ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, অধ্যাপক মাহফুজুর রহমান। সংবাদ প্রকাশঃ ১৭-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=