Sunday, February 23, 2025
spot_img
More

    ফ্যাসিস্টবিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, সেই দলে সব শ্রেনী পেশার মানুষের জন্য উন্মেক্ত থাকবে : সারজিস আলম

    সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, চলতি ফেব্রুয়ারি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। ফ্যাসিস্টবিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, সেই দলে সব শ্রেনী পেশার মানুষের জন্য উন্মেক্ত থাকবে। তবে কেউ এই দলের নাম ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করতে পারেবেনা।
    রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে একটি রির্সোটের কনভেশন সেন্টারে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনার চোখে নতুন বাংলাদেশ র্শীষ ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    সারজিস আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোনের সময় আমাদের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বর্তমান সরকারের উপদেষ্ট নাহিদ ইসলাম। দেশের প্রয়োজনে নতুন দল গঠন করতে গিয়ে আমারা নাহিদ ইসলামকে এই দলের দায়িত্ব নিয়ে জনগনে কাতারে এসে কাজ করার আহবান জানিয়েছি। তিনি আরো বলেন, আমাদের দলে পদ নিয়ে আমাদের মধ্যে কোন বিভাজন নেই। কিছু মিডিয়া দলের পদ পদবী নিয়ে নানা কথা লিখছেন। তবে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম, এখনো আছি।
    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আন্দোলনে শহীদ মেহেদী হাসানের বাবা সানাউল্লাহ, শহীদ ইমাম হোসেনর মা কোহিনুর ইসলাম, আহত শাকিল আহমেদ, নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা তহিন মাহমুদ, সোনারগাঁয়ের সংগঠক শাকিল সাইফুল্লাহসহ অনেকে।
    সার্জিস আলম রাজনৈতিক দলগুলোর উদ্দ্যেশে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে। আগামী নির্বাচন হবে গণঅদ্ভুত্থানের আকাঙ্খাকে সামনে নিয়ে। এই নির্বাচনে কোন দল যদি তিনশ’ আসনেই জয়ী হয় তবে আমাদের কোন আপত্তি থাকবে না। আমরা সেটি মেনে নেবো।
    তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে খুনি হাসিনা লেজগুটিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। পালানোর আগে সে তার পরিবারের সদস্যদের আগেই দেশ ছেড়ে পালানোর সুযোগ করে দিয়েছে। কিন্তু দলের অঙ্গ ও সহযোগি সংগঠন যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের খবর নেয়নি। ক্ষমতায় থাকতে খুনি হাসিনা যুবলীগ, ছাত্রলীগকে টিস্যূ হিসাবে ব্যবহার করেছে। সংবাদ প্রকাশঃ ১৬-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments