Sunday, February 23, 2025
spot_img
More

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বাংলা ভাষা চর্চা থেকে নতুন প্রজন্ম অনেক দূরে সরে যাচ্ছে

    সিটিভি নিউজ।। শামছুল আলম রাজন সংবাদদাতা জানান ====
    ‘সারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করে আমরা বাংলা ভাষা অর্জন করেছি। এ ভাষা আমাদের অহংকার ও গৌরবের। আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি কিন্তু দুঃখের বিষয় রাষ্ট্রীয়ভাবেও বাংলা ভাষার চর্চা কিছু কিছু ক্ষেত্রে উপেক্ষিত। পরিবার থেকেই শুদ্ধ বাংলা ভাষার চর্চা শুরু করতে হবে। বর্তমানে সব ক্ষেত্রেই বাংলা ভাষার বিকৃতি হচ্ছে। বাংলা ভাষা চর্চা থেকে নতুন প্রজন্ম অনেক দূরে সরে যাচ্ছে। নতুন প্রজন্মকে বাংলা ভাষার ইতিহাস জানাতে হবে। তাহলে তারা বাংলাকে আরো বেশি ধারন করতে পারবে।’

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, ‘মাতৃভাষা বাংলা অর্জন করার ক্ষেত্রে কুমিল্লা ও কুমিল্লার সন্তানদের ত্যাগ ইতিহাস হয়ে রয়েছে। তৎকালীন পাকিস্তান গণপরিষদের সদস্য ধীরেন্দ্র নাথ দত্ত গণপরিষদ অধিবেশনে বাংলাকে রাষ্ট্র ভাষার প্রথম প্রস্তাবটি দিয়েছিলেন। ধীরেন্দ্র নাথ দত্ত কুমিল্লার সন্তান। রফিকুল ইসলামও কুমিল্লার সন্তান। তিনি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে বিশ্বব্যাপী স্বীকৃতি আদায়ের জন্য নিরলসভাবে কাজ করেছেন। মাতৃভাষার প্রতি তাদের চেতনা আমাদেরকে সবসময় লালন করতে হবে।’

    আন্তর্জাতিক বাংলাভাষা পরিষদ, কুমিল্লা জেলা শাখার আয়োজনে গতকাল রবিবার বিকালে দৈনিক আমাদের কুমিল্লা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ রেজা মোঃ সারোয়ার আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান।

    আন্তর্জাতিক বাংলাভাষা পরিষদ, কুমিল্লা জেলা শাখার সাধারণ স¤পাদক ইয়াসমিন রীমার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক আমাদের কুমিল্লা’র ভারপ্রাপ্ত স¤পাদক ও আন্তর্জাতিক বাংলাভাষা পরিষদের সাংগঠনিক স¤পাদক শাহাজাদা এমরান।

    প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ রেজা মোঃ সারোয়ার আকবর বলেন, বাংলাকে যদি আমাদের মাতৃভাষা না করতে পারতাম তাহলে আমরা কখনোই পাকিস্তান থেকে আলাদা হতে পারতাম না। পশ্চিমা সংস্কৃতি এখনো মিডিয়া আগ্রাসন চালাচ্ছে। বাংলা ভাষায় প্রচুর ইংরেজি ঢুকে গেছে। অথচ ইংরেজির তুলনায় বাংলা অনেক শক্তিশালী একটা ভাষা। আমরা অনেকে এখন বাংলা তারিখ মনে রাখিনা। বাংলা ভাষা চর্চা থেকে নতুন প্রজন্ম অনেক দূরে সরে যাচ্ছে। পৃথিবীতে ভাষার জন্য শহীদ হওয়ার আর কোন নজির নেই। তাই আমাদের অহংকার ও গৌরবের বাংলা ভাষা সর্বক্ষেত্রে চর্চা বাড়াতে হবে।

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, নাটাব কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. গোলাম শাহজাহান, বিশিষ্ট রাজনীতিবিদ শেখ মোহাম্মদ আবদুল মান্নান, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, চাঁদপুর মেহের ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক রাহুল তারন পিন্টু, আন্তর্জাতিক বাংলাভাষা পরিষদ কুমিল্লা জেলার সহ-সভাপতি বিধান চন্দ্র দেওয়ান, কুমিল্লা কৃষি ও কারিগরি শিক্ষা কলেজের প্রভাষক ফারনাহা ইসলাম শীলা, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম নার্গিস আক্তার, সাবেক ছাত্র নেতা এনামুক হক সবুজ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার সহ সভাপতি ওমর ফারুকী তাপস ও দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার সোহাইবুল ইসলাম সোহাগ। ধন্যবাদ গেপন করে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ স¤পাদক ও সময় টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি বাহার রায়হান।

    আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক মনিরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম তরুন, সাধারণ স¤পাদক জুয়েল রানা, সাংবাদিক ফরহাদ ইসলাম ভূঁইয়া প্রমুখ। সংবাদ প্রকাশঃ ১৬-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments