সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
‘উদ্যোক্তা মেলায়’ নারীদের সতস্ফুর্ত অংশগ্রহন ছিল বেশী। নারীদের নানা সামগ্রী নিয়ে এ উদ্যোক্তা মেলায় অংশগ্রহনে আমাদের জন্য ইতিবাচক বার্তা দেয়। আপনাদের যে প্রয়াস, আপনাদের কর্মদক্ষ হওয়া যে চেষ্টা, এটাকে কিভাবে এগিয়ে নেয়া যায় তা প্রশাসনের সহযোগীতায় এবং যুব উন্নয়নের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে সহায়তা দেয়া হবে।
কুমিল্লার দেবীদ্বারে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্তর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লার উদ্যোগে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির তত্বাবধানে ৩ দিন ব্যাপী আয়োজিত উদ্যোক্তা মেলার সমাপণী দিনে হাসনাত আব্দুল্লাহ ওই বক্তব্য তুলে ধরেন।
তিনি আগামী ২০-২২ ফেব্রুয়ারি, এ ৩দিন ব্যাপী দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে ‘ষ্টুডেন্ট ফেষ্ট’ অনুষ্ঠানের ঘোষণা দেন এবং এই ষ্টুডেন্ট ফ্রেষ্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে কারা থাকছেন, তাদের নাম ঘোষণা দেন। তিনি বলেন, উক্ত অনুষ্ঠানে আয়মান সাদিক, সালমান মুক্তাদি, তাছনিম জারা, সাবিত রায়হান, সাইদ আব্দুল্লাহ, সিহাব নিয়ন, নাদিম চৌধূরী, নুমেরি সাত্তার অপার উপস্থিত থাকবেন। তরুণ প্রজন্মের ক্যারিয়ার গাইড লাইন, ভবিষ্যতের স্কোলারশীপ অপরচুনিটি, বাহিরে কি ভাবে পড়তে যেতে হয় ইত্যাদি বিষয় নিয়ে ওনারা কথা বলবেন। এ তিন দিন ব্যাপী ৭ জন গেস্ট কথা বলবেন। এছাড়াও বই মেলা, সাইন্স ফেস্ট, যেখানে ফিউচারিষ্টিক সাইন্স নিয়ে কথা হবে এবং বাচ্চা ও ষ্টুডেন্টদের জন্য বিভিন্ন প্রতিযোগীতার ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, আমরা আপনাদের পটেনশিয়াল এক্সপোর করতে চাই। আমরা চাই যে আপনাদের সুপ্ত প্রতিভার বিকাশ হোক। এই ক্ষেত্রে যদি প্রশাসনিবক কোন সহযোগীতা প্রয়োজন হলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা বিভিন্ন উপলক্ষ্যে এবং প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগগুলো মানুষের সামনে নিয়ে আসব।
তিনি বলেন, এর পর আবার বর্ষার সিজন চলে আসলে বৃক্ষ মেলা হবে। আমরা চাই ইতিবাচক কর্মসূচী দিয়ে মানুষকে এ্যাঙ্গেইজড রাখব। ইতিমধ্যে আমাদের লাইব্রেরীটাও ওপেন হয়েছে। যেখানে প্রচুর পরিমান বই রয়েছে। সচেতন গার্ডিয়ারনা আপনাদের স্কুল গোয়িং ষ্টুডেন্টদের অবসরসময়ে ওখান থেকে পড়া শোনা করবেন। আমি আপনাদের নিশ্চিত করতে পারি, টিকটক, সোশ্যাল মিডিয়াতে অপ্রয়োনীয়ভাবে এ্যাঙ্গেজড থাকা বাচ্চাদের কালচারাল বিষয়বস্তু কুকারিকুলার এ্যাক্টিভিটিতে এ্যাঙ্গেইজড ও উৎসাহিত করার মাধ্যমে বাচ্চাদের মাঝে থাকার সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হবে। তাছা তিনি পৌর পার্কটি বিগত সরকারের আমলে অবহেলায় রাখার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অত্যাধুনিক রাইটস সমন্বয়ে একটি নান্দনিক পার্ক নির্মানের আশ^াস দেন।
ইঞ্জিনিয়ার নাজমুল আলম সোহাগ’র সভাপতিত্বে উক্ত উদ্যোক্তা মেলার উক্ত সমাপণী অনুষ্ঠানের আলোচনা সভায়, মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ, প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আবুল হানাত খাঁন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম। বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি দেবীদ্বার উপজেলা আহবায়ক নাজমুল হাসান প্রমূখ।
ছবির ক্যাশন : দেবীদ্বার উদ্যোক্তা মেলার সমাপণী দিনে বক্তব্য রাখছেন,- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ। সংবাদ প্রকাশঃ ১৫-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com