Sunday, February 23, 2025
spot_img
More

    খানাখন্দে ভরপুর হাসপাতালে যাওয়ার রাস্তা

    সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা থেকে:==============
    যাতায়াতের রাস্তাটি দুর্ভোগে পরিণত হয়েছে। সেই খানাখন্দে ভরপুর রাস্তা দিয়ে অসুস্থ রোগীদের চিকিৎসা নিতে হাসপাতালে যেতে হয়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে অসুস্থ রোগীরা।

    কুমিল্লার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে পরিচিত টমছম ব্রিজ থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সড়কটি বর্তমানে চরম বৈষম্যের শিকার। এই সড়কটি দিয়ে প্রতিদিন শতশত রোগী ও তাদের পরিবারের সদস্যরা চলাচল করেন, কিন্তু সড়কের বেহাল দশার কারণে তাদের ভোগান্তির শেষ নেই।
    এই সড়কটির পাশে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বাখরাবাদ, কুমিল্লা ইপিজেড, হাসপাতাল, স্কুল, মাদ্রাসা সহ আরও অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিশেষ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াতকারী রোগী ও তাদের স্বজনদের জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কের এমন অবস্থায় একটি গাড়ি গেলে আরেকটি গাড়ি আসার জায়গা থাকে না, ফলে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।

    স্থানীয় এলাকাবাসী ও একাধিক এম্বুলেন্স চালক জানান, অপরিকল্পিত ড্রেন ও রাস্তা নির্মাণের ফলে এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। রাস্তাটি প্রশস্ত ও সংস্কার করলে রোগীদের স্বস্তি ফিরবে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, টমছম ব্রিজ থেকে বাখরাবাদ পর্যন্ত প্রায় ৫০০ মিটার জায়গা ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বিশেষ করে ইবনে তাইমিয়া স্কুলের পূর্বে হালুয়া পাড়া মসজিদের সামনের অংশটি অত্যন্ত খারাপ। ইপিজেড শ্রমিকদের হাটা চলাচলে ব্যবহৃত সিএনজি অটোরিকশা গুলো ভাঙা রাস্তার কারণে পথিমধ্যে আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
    অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এই স্থানটিতে পানি জমে রাস্তা ভেঙে যায়। বহুতল ভবন নির্মাণের সময় রাস্তা অপব্যবহার করে ফাইলিং করার কারণেও অধিকাংশ রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে, যা জনদুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।

    স্থানীয় জনগণ এবং উক্ত সড়কে চলাচলকারী যাত্রীরা অচিরেই রাস্তাটি মেরামতের অনুরোধ জানিয়েছেন।

    এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন,রাস্তা মেরামতের কাজ চলমান আছে। ক্ষতিগ্রস্ত রাস্তা
    পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। সংবাদ প্রকাশঃ ১৪-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments