Sunday, February 23, 2025
spot_img
More

    যাত্রিক প্রাজ্ঞজন সম্মাননা পেলেন বরেণ্য আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন

    সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক =====
    কুমিল্লার প্রাচীনতম নাট্য সংগঠন যাত্রিক নাট্যগোষ্ঠির ৫০ বছরে পদার্পণ উপলক্ষে প্রাজ্ঞজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল মঙ্গলবার সন্ধায় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য ১৪ জন শিল্পী সংগঠককে প্রাজ্ঞজন সম্মাননায় ভূষিত করা হয়।
    আবৃত্তি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য এই সম্মাননা পেয়েছেন বরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক কাজী মাহতাব সুমন। বাংলাদেশ টেলিভিশনের উচ্চ ‘ক’ শ্রেণীর তালিকাভুক্ত শিল্পী কাজী মাহতাব সুমন কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনে তিন যুগ ধরে ধারাবাহিক কাজ করে যাচ্ছেন। জাতীয় কবি কাজী নজরুল ইন্সটিটিউট এর প্রশিক্ষক এই গুণী শিল্পী ইতোপূর্বে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’, ড. বি আর আম্বেদকর সম্মাননা, “চাঁদপুর ইলিশ উৎসব পদক”, ‘ত্রিপুরা নজরুল একাডেমি পদক’, সিলেট উর্বশী পদক, বিরেন দাশ আবৃত্তি পদক সহ আরও বেশ কিছু সম্মাননা পেয়েছেন। ‘৯০ দশকের শুরুতে কুমিল্লার সাংগঠনিক আবৃত্তি চর্চার প্রথম সংগঠন আবৃত্তি সংসদ কুমিল্লার প্রতিষ্ঠাকালিন সদস্য মাহতাব সুমন বর্তমানে পরবর্তী প্রজন্মের মাঝে আবৃত্তি শিল্পের চর্চা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে “পরম্পরায়” নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
    সংগঠনের সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক কাজী মাহতাব সুমন, নজরুল গবেষক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আলী হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বশির উল আনোয়ারসহ অন্যরা।
    অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব সাহা নান্টু ও উদযাপন কমিটির সদস্য সচিব এ এ এম নাসের মিয়াজী বাবু।
    অনুষ্ঠানে আগত সকল অতিথি এবং সম্মান প্রাপ্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মাননা অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মীর হোসেন ভূঁইয়া আলম। সম্মাননা অনুষ্ঠানের শেষে সংগঠনের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
    ছবিঃ যাত্রিক প্রাজ্ঞজন সম্মাননা গ্রহন করছেন বরেণ্য আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন। সংবাদ প্রকাশঃ ১২-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments