সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ১২ জন সহ বিভিন্ন মামলায় ৫২ জন গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাত থেকে বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলা ১২ জন ও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত আসামী ৩০ জন। মোট ৫২ জনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।
তারেক মেহেদী জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ১২ জন গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত আরো ৩০ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে, বৈষম্য মামলায় গ্রেফতার সদর থেকে যুবলীগ এর সক্রিয় কর্মি সাহাদাত হোসেন (৩২) যুবলীগ এর সক্রিয় কর্মি সুমন (৩৯) সিদ্ধিরগঞ্জ থেকে জেলা আওয়ামীলীগের সদস্য রাসেল (৩১) বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ সালাম (৬৬) বন্দর থেকে বন্দর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহীন সরকার (৫৫) বন্দর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মাসুদ (৩১) রূপগঞ্জ থেকে ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক রনি হোসেন (২২) জেলা আওয়ামীলীগের কর্মী বাসেদ মিয়া (৪৬) আড়াইহাজার থেকে আওয়ামীলীগের কর্মী মোতালেব মিয়া (৪০) আড়াইহাজার পৌরসভার সক্রিয় সদস্য জাহাঙ্গীর আলম (রানা) (৩৬)। সংবাদ প্রকাশঃ ১২-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=