সিটিভি নিউজ।। আবুল কালাম আজাদ ,কুমিল্লা প্রতিনিধিঃ ১০ ফেব্রুয়ারী।==========
কুমিল্লার মুরাদনগর উপজেলার ছিলামপুর,মোচাগড়া, কামাল্লা, ধনপতিখোলা, আমিনগরসহ ১৩টি গ্রামে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় ২০২৩-২০২৪ অর্থ বছরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১০ ফেব্রুয়ারি মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে প্রকল্প কার্যক্রম পরিদর্শন ও ক্ষুদ্র কৃষকদের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: নুর আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: মোশাররফ হোসেন সরকার, উপসহকারী কৃষি অফিসার মো: সাম মিয়া, উপসহকারী কৃষি অফিসার মোসা: সীমা আক্তার, সাংবাদিক আবুল কালাম আজাদ ও হাবিবুর রহমান ও কৃষক কৃষাণী প্রমুখ।
মোঃ নুর আলম বলেন, বর্তমান সরকার অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনাসহ প্রতি ইঞ্চি জমিতে আবাদ করতে এবং খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছেন। এই প্রকল্পের আওতায় গ্রামের মানুষ বসতবাড়ির আঙিনায়, পুকুর, খালের পাড়ে, বাড়ির আশেপাশে ছায়াযুক্ত ব্যবহৃত ও অনাবাদি জমিতে শাকসবজি ও ফলমূল উৎপাদন করবেন। এতে মানুষের পুষ্টিহীনতা দূর হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে। একজন কৃষক সারা বছরই খামার থেকে কিছু না কিছু পাবেনই। কৃষকদের আরো উন্নয়নে করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এই প্রকল্প হতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে করে বসতবাড়ির আঙ্গিনা বা নিকটস্থ পতিত জমি ব্যবহার করে শাকসবজি উৎপাদনের মাধ্যমে স্বল্প খরচ ও শ্রমে পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে বাড়তি আয় সম্ভব হবে।
উঠান বৈঠক শেষে ২৬০ পুষ্টি পরিবারের মাঝে পুষ্টি প্লেট ও পুষ্টি কার্ড এবং বিভিন্ন সবজির বীজ ও ফলজ চারা বিতরণ করেন। সংবাদ প্রকাশঃ ১০-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=