Wednesday, March 26, 2025
spot_img
More

    কৃষিজমিতে কীটনাশকের ব‍্যবহার নিয়ন্ত্রণে আনতে হবে – মৌলভীবাজারে উপদেষ্টা ফরিদা আখতার

    সিটিভি নিউজ।। মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মেলৈভীবাজার জেলা সংবাদদাতা জানান===
    ‘মৎস‍্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, হাওরের মাছের প্রজনন বৃদ্ধি করতে হলে ইজারায় স্বচ্ছতা আনতে হবে। ‘

    ‘সেই সাথে হাওরের পাশে জমি চাষে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। বাইক্কা বিলের অন্যতম জাদুরিয়া বিলটি খননের উদ্যোগসহ উজানে নেট দিয়ে মাছের অবাধ চলাচল আটকানো বন্ধ,পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথা জানান।’

    “এছাড়া বাইক্কা বিল ১২০ হেক্টর সাথে আরও ৫ হেক্টর বিলের আয়তন বৃদ্বির বিবেচনা করার কথাও জানান। এসকল কাজে বিদেশী ঋণ সহায়তা নির্ভরতা কমানোর কথাও বলেন উপদেষ্টা। ২০১২ সালে ২৭৩ টি হাওর নিয়ে হাওর উন্নয়ন বোর্ডের যাত্রা শুরু, তাদের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে চেষ্টা করা হবে। তিনি রবিবার সকালে মৌলভীবাজারের বাইক্কা বিল এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।”

    “পরে হাওরের পাশে হাজীপুরের বসবাসরত মৎস‍্য ও কৃষির সাথে জড়িত হাওর কেন্দ্রীক জীবীকা নির্বাহকারী শতাধিক উপকার ভোগীদের নানা সমস্যা ও সম্ভবনার কথা শুনেন এবং পরামর্শ দেন।”

    “মতবিনিময় সভার সঞ্চালনা করেন মৎস‍্য অধিদপ্তরে পরিচালক ড. মো: আবদুর রউফ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মৌলভীবাজার মোসাঃ শাহীনা আক্তার ।”

    এসময় মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো: জিয়া হায়দার চৌধুরী, সহকারি পরিচালক মো: আনোয়ার কবির, মৎস‍্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড.আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর।

    এছাড়া যুগ্ম সচিব শাহীনা ফেরদৌস, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন, জেলা মৎস‍্য কর্মকর্তা ড.মো: আরিফ হোসেনসহ জেলা প্রশাসন ও মৎস মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।” সংবাদ প্রকাশঃ ১০-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments