![](https://ctvnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ============
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে এই র্যালি শুরু হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল “মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ”। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃবৃন্দ ছাত্রশিবিরের আদর্শ ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন।
এ র্যালিতে নেতৃত্ব দেন কালীগঞ্জ আদর্শ থানা সভাপতি এ এইচ মর্তুজা, কালীগঞ্জ পৌর সভাপতি আরাফাত হোসেন, কালীগঞ্জ পূর্ব থানা সভাপতি সবুজ হোসেন ও কালীগঞ্জ দক্ষিণ আদর্শ থানা সভাপতি ইব্রাহিম হোসেন। এছাড়াও র্যালিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান দুর্নীতি, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে ছাত্রশিবির সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিগত ১৭ বছর ধরে আমাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও দমন-পীড়ন চালানো হয়েছে, কিন্তু আমরা আদর্শিক আন্দোলন থেকে একচুলও সরিনি। ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ছাত্রশিবির অবিচল থেকে কাজ করে যাবে।
শৃঙ্খলাবদ্ধ ও উদ্দীপনাপূর্ণ এই কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে এবং সংগঠনের নেতাকর্মীরা আগামীর পথচলায় নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ০৭-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=