![](https://ctvnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সিটিভি নিউজ।। মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা।। সংবাদদাতা জানান====
কুমিল্লার লাকসামে অটিজম ও এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ইং উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। লাকসাম অটিজম ও এনডিডি সেবা কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার লাকসাম উপজেলার নশরতপুর সেবা কেন্দ্রে সভাকক্ষে এ আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
প্রধান অতিথি কাউছার হামিদ তার বক্তব্যে বলেন অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা আমাদের পরিবার ও সমাজেরই অংশ। তাদের জীবনের গতি পরিবর্তনের জন্য আমাদেরকে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। কোন ভাবেই তাদেরকে অবহেলা করা যাবে না। সমাজের আর দশটা শিশুর মতো সুস্থ ও স্বাভাবিক পরিবেশে তাদের বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-লাকসাম অটিজম ও এনডিডি সেবা কেন্দ্রের কনসালটেন্ট ফিজিওথেরাপি ডা. রায়হানুল ইসলাম, কনসালটেন্ট মেডিসিন ডা. নুর-ই আলম, কনসালটেন্ট সাইকোলজি মোঃ জসিম উদ্দিন, ক্লিনিকেল স্যোসাল ওয়ার্কার মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে চিত্রাংকন, আবৃত্তি, কবিতা, গজল ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা করেন অতিথিরা। সংবাদ প্রকাশঃ ০৬-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=