Thursday, February 6, 2025
spot_img
More

    নোয়াখালীতে থানার গোলঘরে মারামারি, ৬ আসামির জামিন

    সিটিভি নিউজ।। নোয়াখালী প্রতিনিধি জানান ======
    নোয়াখালীর সেনবাগ থানার গোলঘরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে সালিস বৈঠকে মারামারির ঘটনায় মামলায় আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যসহ ৬জনকে জামিন দিয়েছেন আদালত।

    বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সেনবাগ ৪নং আমলি আদালতের বিচারক মো.হামিদুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে সেনবাগ থানার গোলঘরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ উভয়পক্ষের ছয়জনকে গ্রেপ্তার করে।

    জামিন পাওয়া আসামিরা হলেন, আবু তালেব টিপু উপজেলার কেশরপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। অন্য জামিন পাওয়া আসামিরা হলেন, একই ইউনিয়নের উনদনিয়া গ্রামের বাসিন্দা আবু জাফর রতন (৫৫), মো.আনোয়ার হোসেন (৪৩),তাজুল ইসলাম (৪৬), আক্তার হোসেন (৩২), ও জসিম উদ্দিন (৫৫)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কেশরপাড়া ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আবু তালেবের সাথে তার চাচাতো ভাই আনোয়ারের সাথে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। বিবাদমান দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার বিকেলে সেনবাগ থানা গোলঘরে সালিসি বৈঠকে বসেন দায়িত্বপ্রাপ্ত থানার একজন কর্মকর্তা। বৈঠকে ‍উভয়পক্ষের পক্ষের সালিসদারেরাও উপস্থিত ছিলেন। বিকেল পাঁচটার দিকে সালিস বৈঠক চলাকালে বিবাদমান দুইপক্ষ বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষের সাথে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। ওই সময় তারা থানার গোলাঘরের কাঁচ ভাঙচুর করেন।

    নোয়াখালী কোর্ট পরিদর্শক দেবাশীষ সরকার বলেন, মামলার ছয়জন আসামিকে বিকেলে আদালতে হাজির করা হয়। পরে বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। সংবাদ প্রকাশঃ ০৬-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments