জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৭০ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বুড়িচংয়ের আরাফাত প্রথম স্থান অর্জন

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ==
কুমিল্লার মুরাদনগর উপজেলার মুগসাইরের ইসলামী সমাজ কল্যাণপরিষদের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান সমুনের উদ্যোগে শনিবার ১ ফেব্রুয়ারী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৩০ জন প্রতিযোগি অংশ গ্রহণ করে। এই ১৩০ জন প্রতিযোগীর মধ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর শিকারপুর ঐতিহ্যবাহী দক্ষিণ পাড়া বায়তুস সালাম নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর ছাত্র মোঃ আরাফাত বিন বাশার ১ম স্থান অধিকার করে পুরো কুমিল্লা জেলাকে আলোকিত ও সম্মানিত করেছে। মোঃ আরাফাত হোসেন উক্ত প্রতিযোগিতায় ১ম হয়ে সম্মানী হিসেবে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ টাকা পুরুস্কার পেয়েছে।

আরাফাতের এই অর্জনে ঐতিহ্যবাহী শিকারপুর গ্রামবাসী অত্যন্ত গর্বিত ও সম্মানিত বোধ করছে।
এই গৌরব অর্জনে শিকারপুর গ্রামবাসী অত্র মাদ্রাসার শিক্ষক, কমিটি বৃন্দ ও ছাত্রদের সক্রিয়তায় অত্যন্ত খুশি।
বিশেষ করে শিকারপুর দঃ পাড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ জহিরুল ইসলাম হুজুরের মেধা, পরিশ্রম ও অত্র মাদ্রাসায় এমন ফলাফল অর্জনে পুরো গ্রামবাসী হুজুরের প্রতি কৃতজ্ঞতাবোধ জানিয়েছে।
মহান আল্লাহ পাক ঐতিহ্যবাহী শিকারপুর দঃ পাড়া হাফিজিয়া মাদ্রাসার সকল ছাত্রদের মেধাকে আরো শানিত করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করে অত্র মাদ্রাসার সুনাম বয়ে আনতে পারে সেই দোয়া এবং প্রত্যাশা করছি।
পাশাপাশি মোঃ আরাফাত বিন বাশার এর উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।সংবাদ প্রকাশঃ ০৩-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন