সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
সুযোগের অভাবে অনেকেই যেমন সৎ থাকছেন, তেমনি সঠিক নেতৃত্বের অভাবে যুব-তরুণ ও কিশোররা বিপখগামী হচ্ছেন।
শনিবার (১ ফেব্রæয়ারী) সকাল ১১টায় দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ‘টিম ওয়াহেদপুর’র উদ্যোগে ‘স্মার্ট ওয়াহেদপুর’ গঠন উপলক্ষে ‘ওয়াহেদপুর নুরুন্নাহার পাঠাগারে’ আয়োজিত ‘সবুজ বনায়নে বৃক্ষ রোপন’ এবং পরিচ্ছন্ন গ্রাম গঠনে ডাস্টবিন’ প্রতিষ্ঠার উদ্ভোধনী সভায় আলোচকরা এসব কথা বলেন।
আলোচকরা আরো বলেন, আমাদের যুব-তরুণ- কিশোররা সঠিক নেতৃত্ব এবং নজরধারীর অভাবে মাদক, সন্ত্রাস, ঘূষ-দূর্নীতি, চাঁদাবাজী, ছিনতাই, রাহাজানী, জবরদখল, ইভটিজিং, অস্ত্রবাজী, খুণ-ধর্ষণসহ নানা অপরাধ সংগঠনে জড়িয়ে পড়ছে। এ অবস্থা থেকে পরিত্রাণে প্রশাসন, অভিভাবকদের পাশাপাশি সমাজ সচেতনদের এগিয়ে আসতে হবে। বিপথগামীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে-জ্ঞানার্জনে ভালো কাজের সুপ্ত বাসনায় মানষিকতা তৈরী, সুস্বাস্থ্য রক্ষা এবং মনন বিকাশে বই পড়ার প্রতি আগ্রহ, প্রকৃত শিক্ষা ও মানবিক শিক্ষয় শিক্ষিত- সংস্কৃতি ও ক্রীড়ায় মনোযোগী করতে আগ্রহ বাড়াতে হবে।
ইফতেখার আহমেদ ফাউন্ডেশনের সভাপতি ইফতেখার আহমেদ মাসুদ’র সভাপতিত্বে এবং বিশিষ্ট ধারা ভাষ্যকার রাসেল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভ‚ইয়া, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, আমাদের দেবীদ্বার পত্রিকার সম্পাদক মো. সাইফুল ইসলাম মাসুম।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাবেক এটিও বীর মুক্তিযোদ্ধা বশিরুল আলম ভ‚ইয়া, মো. রবিউল ইসলাম মূন্সী, অবঃ পুলিশ কর্মকর্তা মো. শাহ আলম সরকার, প্রভাষক মো. কামাল হোসেন, হাজী শাহ আলম খান, কাজী নুরুল ইসলাম, জসিম উদ্দিন মেম্বার, মো. শহিদুল ইসলাম, সাংবাদিক শাহিন আলম, মো. নকিব আহমেদ, সাংবাদিক আব্দুল আউয়াল সরকার, মো. ফারুক হোসেন মোল্লা, ডাঃ হারুন-অর-রশিদ, কাজী খোরশেদ আলম, মো. ওসমান ইসলাম, আলহাজ¦ মো. ফরিদ উদ্দিন প্রমূখ।
আলোচনা শেষে বৃক্ষ রোপন, ময়লা ফেলার ডাস্টবিন স্থাপনের উদ্ভোধন করা হয়। ওয়াহেদপুর গ্রামকে একটি আদর্শ গ্রামে পরিনত করতে ইতিমধ্যে ইফতেখার আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ মাসুম ‘ওয়াহেদপুর ইফতেখার মাসুদ উচ্চ বিদ্যালয়, নুরুন্নাহার পাঠাগার প্রতিষ্ঠা করেন।
ছবির ক্যাপশন ঃ দেবীদ্বার ইফতেখার আহমেদ ফাউন্ডেশনের’ উদ্যোগে আলোচনা সভা, র্যালী, বৃক্ষ রোপন, ডাস্টবিন নির্মাণের ছবি।সংবাদ প্রকাশঃ ০১-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সঠিক নেতৃত্ব ও নজরধারীর অভাবে যুব-তরুণ-কিশোররা বিপদগামী হচ্ছে
আরো সংবাদ পড়ুন