Friday, March 7, 2025
spot_img
More

    কোম্পানীগঞ্জে পর্দা উঠবে মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের

    সিটিভি নিউজ।। নোয়াখালী প্রতিনিধি=============
    নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ৬ ফেব্রুয়ারি চরফকিরা একাদশ বনাম একতা সংঘ উত্তর মুছাপুর ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের। এতে পৃষ্ঠপোষকতা করছেন, সাবেক ছাত্রদল নেতা আমেরিকা প্রবাসী দেলোয়ার হোসেন সোহেল ও আবু নাছের রিয়াদ।

    শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে আনন্দঘন পরিবেশে উপজেলার মুছারপুর ইউনিয়নের বাংলাবাজারে একটি রেস্তোরাঁয় ম্যাচ নির্ধারণী লটারি অনুষ্ঠিত হয়।এতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর টিম ম্যানেজার, কোচ , টিম মালিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মিলনমেলা বসে।

    টুর্নামেন্টে ফেনী-নোয়াখালী অঞ্চলের ১৬টি দল খেলবে দু্ই গ্রুপে ভাগ হয়ে। খেলা হবে নকআউটভিত্তিক। প্রতিটি গ্রুপের সেরা দল উঠে আসবে কোয়ার্টার ফাইনাল পর্বে।

    ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর আলম মেম্বারের সভাপতিত্বে শাহ জালাল ইমনের সঞ্চালনায় টুর্নামেন্ট আয়োজক কমিটির উপদেষ্টা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনসুরুল হক বাবর, টুর্নামেন্টটির সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। এমন টুর্নামেন্ট তরুণদের অনুপ্রাণিত করে জানিয়ে তিনি বলেন, আশা করি তরুণদের সম্পৃক্ততা আরও বাড়বে এই আয়োজনে। তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই কাজটা করছি। এতে মাদক ও সন্ত্রাসমুক্ত হবে সমাজ। প্রত্যেকে মিলে সুশৃঙ্খলভাবে সবাই সবার প্রতি শ্রদ্ধা রেখে টুর্নামেন্ট শেষ করার আহ্বান জানান তিনি।

    এ সময় ম্যাচ নির্ধারণী ড্রয়ের কুপন তোলেন, ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহেদুর রহমান রাজন, খেলা আয়োজক কমিটির সদস্য আনোয়ার হোসেন রুমন প্রমূখ। সংবাদ প্রকাশঃ ০১-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments