সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফের একরাতে চার দিনমজুরের বাড়িতে গণডাকাতি সংঘঠিত হয়েছে। ২ বাড়িতে ডাকাতি করতে ব্যার্থ হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলে গণডাকাতি। ডাকাতির ঘটনায় গোটা এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।
পুলিশ এলাকাবাসী ও গৃহকর্তারা জানিয়েছে , রাতে প্রথমে ১০/১৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল জামালের বাড়িতে প্রবেশ কওে নগদ ১৫ হাজার টাকা, ১টি মোবাইল, পরে একে একে নূর মোহাম্মদের বাড়ি থেকে ১০ হাজার টাকা, ৩টি মোবাইল, তাসলিমার বাড়ি থেকে ৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন, লিটনের বাড়ি থেকে ২০ হাজার টাকা, দুটি মোবাইল, কানের দুল ও একটি চেইন লুট করে নিয়ে যায়। এই ৪টি বাড়ীর প্রত্যেকেই দিনমজুর। এই সকল বাড়ীতে ডাকাতি হওয়ায় নীরহ মানুষ আতংকে ভুগছে।
অপর দকে শম্ভুপুরা গ্রামে বাচ্চু এবং ওয়ালিদের বাড়ীতে হানা দিলেও কিছু নিতে পারেনি। বাড়ি তছনছ করে চলে গেছে ডাকাতদল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ৩০-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
আড়াইহাজারে আবরো একরাতে চার দিনমজুরের বাড়িতে ডাকাতি
আরো সংবাদ পড়ুন