সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিবেদক:======
মাদ্রাসার কম্পিউটার ল্যাবে অশ্লীল নাচ গানের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ঝিনাইদহ কালীগঞ্জ শহরের শোয়াইব নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদাকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়ে নিয়েছে শিক্ষার্থীরা। এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা অধ্যক্ষকে তার নিজ অফিস কক্ষে ৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, গত ২৪ জানুয়ারি শুক্রবার ছুটির দিনে মাদ্রাসার কম্পিটার ল্যাবটি ভাড়া দেওয়া হয়। এ সময় ল্যাবে ভাড়া নেওয়া প্রশিক্ষনার্থীরা নাচ-গান করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি মাদ্রাসায় নাচ-গানের ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। এরপর রবিবার সকালে মাদ্রাসা খুললে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করে। পরে অধ্যক্ষের নিজ অফিস কক্ষে ভিতর থেকে দরজা আটকিয়ে ৪ ঘন্টা অবরুদ্ধ করে রেখে শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এ সময় কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম মাদ্রাসায় উপস্থিত হয়ে অফিস কক্ষের দরজা খুলতে চেষ্টা করলেও সেটি ব্যর্থ হয়। পরে বাধ্য হয়ে দুপুর ২ টার দিকে জেলা প্রশাসক বরাবর লেখা পদত্যাগ পত্রে স্বাক্ষর করার পর নিজ কক্ষ থেকে বের হয়ে আসেন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহবায়ক হুসাইন আহমেদ বলেন, রাতে এই প্রতিষ্ঠানের একটি ভিডিও আমার কাছে আসে। সকালে ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। দুপুর ১২টার দিকে এসে দেখি শিক্ষার্থীরা গেট তালাবদ্ধ করে দিয়েছে। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছ থেকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়ে নিয়েছে।
মাদ্রাসার কামিল বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন জানায়, গত ২৪ জানুয়ারি বহিরাগত কয়েকজন এসে কম্পিউটার ল্যাবে নাচ-গান করেছে। তার একটি ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এটা আমরা মানতে পারিনি। এর দায় অধ্যক্ষ এড়াতে পারেন না। এছাড়াও বিগত স্বৈরাচার সরকারের সময়ে যতগুলো শিক্ষক নিয়োগ হয়েছে আমরা তার সুনির্দিষ্ট নথি চাই। যারা অযোগ্য এখানে নিয়োগ হয়েছে তাদেরও পদত্যাগ চাই। আমরা কোন দোসরকে এখানে প্রশ্রয় দিতে চাই না। তারই আলোকে আমরা অধ্যক্ষকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করেছি। তারা ইসলামের অনুভ‚তিতে আঘাত এনেছে।
তবে এ ঘটনায় সাধারন লোকজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ায় কয়েকজন বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানে অশ্লীল নৃত্য কাম্য নয়। যারা এ ল্যাবটি ভাড়া নিয়েছিল তারাও এটা ভালো করে জানেন এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান। কাজেই কারা এটা করেছে এবং কোন ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে করলো কিনা। আর কারা এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে প্রশাসনের সেটি খতিয়ে দেখা উচিৎ।
শোয়াইব নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা বলেন, সকাল ১০ টা থেকে নিজ অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। গত ২৪ জুলাই শুক্রবার বন্ধের দিন কম্পিউটার ল্যাব ভাড়া নিয়ে কিছু প্রশিক্ষনার্থী নাকি নাচানাচি করেছে এটা ভাইরাল হয়েছে এই কারণে। এ ছাড়া আর কিছু না। এ ঘটনায় আমার কাছ থেকে অনুমতিও নেয়নি। আমাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। বিকালে সকল শিক্ষকদের ডাকা হয়েছে। এছাড়াও জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করানো নিয়েও সরকারি নির্দেশনা নেই। সে সব বিষয়গুলো বিবেচনা করা হবে। সংবাদ প্রকাশঃ ২৭-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=