
সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ছিক্স এ সাইড ক্রিকেট টুর্ণামেন্টে সাইফুল ইসলাম ফিরোজ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শহরের ঐতিহ্যবাহী নলডাঙ্গা ভূষণ হাইস্কুল মাঠে শনিবার এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। সকালে পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ।
উদ্বোধনী খেলায় টেকব্যাক বাংলাদেশ মোকাবেলা করে বাকুলিয়া অরিয়সক্লাবকে। এ খেলায় বাকুলিয়া অরিয়সক্লাব জয়লাভ করে। পরে ইনকিলাব ক্রিকেট একাদশকে হারিয়ে বানুড়িয়া ক্রিকেট একাদশ জয়ী হয়। দিনের ৩য় খেলায় দ্য ইলেভেন গøাডিয়েটরস মরহুম মাস্টার সিরাজুল ইসলাম স্মৃতি ক্রিকেট একাদশকে পরাজিত করে পরের রাউন্ডে ওঠে। সর্বশেষ গ্রæপ পর্যায়ের শেষ খেলায় দামোদরপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে সাইফুল ইসলাম ফিরোজ ক্রিকেট একাদশ। এরপর সেমিতে উঠা ৪ দলের মধ্যে প্রথম সেমিতে দ্যা ইলেভেন গøাডিয়েটরস -বাকুলিয়া অরিয়সক্লাবকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। অপর দিকে ২য় সেমি ফাইনালে সাইফুল ইসলাম ফিরোজ ক্রিকেট একাদশ বানুড়িয়া ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে ওঠে।
এরপর সাইফুল ইসলাম ফিরোজ ক্রিকেট একাদশ ও দ্য ইলেভেন গøাডিয়েটরসের মধ্যে ফাইনাল খেলায় টসে জিতে সাইফুল ইসলাম ফিরোজ একাদশের অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে মাঠে নেমে দলটির উদ্বোধনী জুটি বেধড়ক পেটাতে থাকেন। সর্বশেষ তারা নির্ধারিত ৫ ওভারে ৬৭ রান করে। জবাবে দ্য ইলেভেন গøাডিয়েটরস ক্লাবের ব্যাটসম্যানরাও ব্যাট করতে নেমে নির্ধারিত ৫ ওভারে মাত্র ৪৬ রান করতে সক্ষম হন। সাইফুল ইসলাম ফিরোজ একাদশ ২১ রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ডা, নুরুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ রানার্স আপ দলের হাতে একটি ২১ ইঞ্চি টেলিভিশন ও চ্যাম্পিয়ন দলের হাতে একটি বড় ছাগল তুলে দেন। সংবাদ প্রকাশঃ ২৭-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=